রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হারানো ফোন খুঁজে বের করুন গুগলের মাধ্যমে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দৈনন্দিন জীবনে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন। মোবাইল ফোন ছাড়া একমুহূর্তও চলা কঠিন হয়ে পড়ে। তথ্যপ্রযুক্তির এ যুগে একেবারে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এ ডিভাইসটি। এ জন্য মোবাইল ফোনটি হঠাৎ হারিয়ে গেলে বা খুঁজে না পেলে চিন্তার শেষ থাকে না। এমন পরিস্থিতিতে মোবাইল ফোনটি খুঁজে হয়রান না হয়ে গুগলের সাহায্য নিন। গুগল ক্রোম ব্রাউজার আর তার জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে খুব সহজেই আপনার মোবাইলটি খুঁজে পেতে পারেন।

গুগলে হারিয়ে যাওয়া মোবাইল খুঁজবেন যেভাবে

যে কোনো মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখতে হবে। হারানো মোবাইলে লগইন থাকা জিমেইল সাইন ইন করুন। তখন মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগলে।

তবে এ কৌশলে সফল হতে হলে হারিয়ে যাওয়া ফোনে ইন্টারনেট চালু থাকতে হবে। তবে নেট বন্ধ থাকলেও হতাশার কিছু নেই। কারণ ফোন চুরি হয়ে গেলে কিংবা অন্য কেউ কুড়িয়ে পেলে নিশ্চয়ই তিনি কোনো না কোনো সময় নেট অন করবেন। তখন ফোনের সর্বশেষ অবস্থান জানা যাবে।

গুগলের মাধ্যমে ফোনটি খোঁজার সময়, হারিয়ে যাওয়া ফোনে নেট অন থাকলে লোকেশন দেখানোর সময় গুগলের আইকন সবুজ দেখাবে। আর নেট অফ থাকলে সর্বশেষ অবস্থান দেখাবে এবং আইকন হবে ধূসর।

আরও পড়ুন: ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে

লোকেশন অফ থাকলেও ফোনটি কোন এলাকায় আছে, সেটি দেখা যাবে। আর লোকেশন অন থাকলে গুগল ম্যাপের সাহায্যে একদম সঠিক অবস্থানে চলে যাওয়া যাবে।

এছাড়া নিজ ঘরের কোথাও পড়ে থাকা মোবাইল খুঁজে পেতে যেকোনো মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখতে হবে। হারানো মোবাইলে লগইন থাকা জিমেইল সাইনইন করতে হবে। মোবাইলের লোকেশন দেখা যাবে গুগলে। এরপর ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে হবে। তারপর ‘রিং’ অপশন সিলেক্ট করে (প্লে সাউন্ড-এ ক্লিক করতে হবে)। এবার আপনার সাইলেন্ট ফোনটি ফুল ভলিউমে রিং বাজতে শুরু করবে। যতক্ষণ না ফোনটিকে খুঁজে পেয়ে তার পাওয়ার বাটনটি চেপে ধরা হবে, ফোনের রিং বাজতে থাকবে ততক্ষণ।

এসকে/ 

গুগল মোবাইল ফোন লোকেশন জিমেইল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250