সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

কনকাশন বদলি নিয়মে পরিবর্তন, কার্যকর বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আলোচিত কনকাশন নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি। ২০২৫ সালের জুন থেকে টেস্ট ক্রিকেটে এবং জুলাই থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এ নিয়ম কার্যকর হবে।

চলতি বছরের শুরুতে ভারত ও ইংল্যান্ড সিরিজে কনকাশন নিয়ম নিয়ে বিতর্ক উঠেছিল। কনকাশন সাবের নিয়ম অনুসারে, কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে ওই খেলোয়াড়ের জায়গায় তার মতোই কাউকে (লাইক টু লাইক) নামাতে পারবে। অর্থাৎ, ব্যাটসম্যানের জায়গায় ব্যাটসম্যান, বোলারের জায়গায় বোলার।

কিন্তু ভারত সেই টি-টোয়েন্টি  সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের জায়গায় খেলায় পেসার হর্ষিত রানাকে, যা নিয়ে ম্যাচ শেষে সরাসরি সমালোচনা করেছিলেন, তখনকার ইংলিশ অধিনায়ক জশ বাটলার।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ম্যাচ শুরুর আগে বিকল্প হতে পারে—এমন পাঁচজনের তালিকা ম্যাচ রেফারির কাছে দিতে হবে। এ তালিকায় থাকবেন একজন ব্যাটসম্যান, একজন উইকেটকিপার, একজন পেস বোলার, একজন স্পিনার ও একজন অলরাউন্ডার।

এ তালিকায় না থাকা কোনো খেলোয়াড়কে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নেওয়া যাবে না। তবে যদি দুর্ভাগ্যজনকভাবে বিকল্প খেলোয়াড় নিজেও মাথায় আঘাত পান, সে ক্ষেত্রে ম্যাচ রেফারি তালিকার বাইরে থেকেও একজন ‘লাইক-ফর-লাইক’ (সদৃশ) খেলোয়াড়কে অনুমোদন দিতে পারবেন।

টেস্ট ক্রিকেটে নতুন নিয়ম কার্যকর হবে ১৭ই জুন ২০২৫, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে গল টেস্ট দিয়ে। ওয়ানডেতে শুরু হবে ২রা জুলাই ২০২৫ থেকে। টি-টোয়েন্টিতে ১০ই জুলাই ২০২৫ থেকে।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও বাংলাদেশ–শ্রীলঙ্কা সিরিজ দিয়েই শুরু হতে যাচ্ছে। তবে এর আগে হতে যাওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, ১১ই জুন, লর্ডস) বর্তমান নিয়মই বহাল থাকবে।

কনকাশন বদলি নিয়মে পরিবর্তনের পাশাপাশি, ওয়ানডে ক্রিকেটে দুই নতুন বল ব্যবহারের নিয়মেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে আইসিসি। বর্তমানে প্রতি ইনিংসে দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহার করা হয়। এ নিয়মে পরিবর্তন আসছে। 

নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের প্রথম ১ থেকে ৩৪ ওভার পর্যন্ত দুটি নতুন বল ব্যবহৃত হবে। কিন্তু ৩৫তম ওভার থেকে ৫০তম ওভার পর্যন্ত ফিল্ডিং দলকে এ দুই বলের মধ্যে একটি নির্বাচন করতে হবে, যেটি দিয়ে বাকি ওভারগুলো তারা করবে।

এ ছাড়া যেসব ওয়ানডে ম্যাচ ২৫ ওভার বা তার কমে হবে, সেই সব ম্যাচে প্রতি ইনিংসে একটি নতুন বলই ব্যবহার করা হবে।

এইচ.এস/


ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250