শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

‘ইমরান খানকে ধন্যবাদ দেওয়া উচিত’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানে জোট সরকার গঠনে সমঝোতা আগেই করেছে পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তাদের জোট গঠনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই কোনো বাধাই তৈরি করেনি। 

এমনটা দাবি করে কারাবন্দি ইমরান খানকে একহাত নিয়েছেন পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। এমনকি কোনো বাধা না দেওয়ায় ইমরান খানকে ধন্যবাদ জানাতে পিএমএল-এনের প্রেসিডেন্ট শাহবাজ শরিফের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

আরো পড়ুন: ভারতের দীর্ঘতম ক্যাবল সেতু উদ্বোধন

শনিবার (২৪শে ফেব্রুয়ারি) করাচিতে এক সংবাদ সম্মেলনে ইমরানের পিটিআইয়ের প্রতি কটাক্ষ করে বিলাওয়াল বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা হয়তো শাহবাজ শরিফের বিরুদ্ধে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই দলকে ভোট দিচ্ছি যে দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। প্রধানমন্ত্রী হওয়ার পর শাহবাজের উচিত পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানানো।

অন্যদিকে জোট গঠন করে সরকারে আসার তেমন সম্ভাবনা না থাকলেও চেষ্টা অব্যাহত রেখেছে পিটিআই। এছাড়া ভোটে কারচুপির অভিযোগে সারা দেশে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন মামলায় কারাবন্দি ইমরান খানের দল পিটিআই।

এইচআ/ 

সূত্র:জিও নিউজ 

ইমরান খান পিএমএল-এন-পিপিপি পাকিস্তান নির্বাচন

খবরটি শেয়ার করুন