বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে *** ‘প্রধান উপদেষ্টা ব্যস্ত, তাই ৩৩২ নম্বর এআইকে পাঠিয়েছেন’ *** ‘একজন সাংবাদিক জেলখানায় আছে, অথচ কেউ কিছু লেখেননি’ *** রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন *** নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন *** সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো *** জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত *** পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮ *** পোস্টার থেকে ফেসবুক পেজে, নির্বাচনী প্রচারের চেনা চিত্র বদলে গেছে *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল

অভিনেত্রীদের আয়ের অন্য মাধ্যম

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

(ওপরে বাঁ থেকে) পরীমণি, রিচি, স্বাগতা, ফারহানা, অপু বিশ্বাস ও কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ীর খাতায় নাম লিখিয়েছেন অনেক অভিনেত্রী। কারও আছে ফ্যাশন হাউস, কারও রেস্টুরেন্ট কিংবা পারলার। সম্প্রতি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে অন্তঃসত্ত্বা মা ও নবজাতকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। পরীমণিসহ অভিনেত্রীদের অন্য পেশার খবর নিয়ে এ প্রতিবেদন।

ব্যক্তিজীবনে বারবার সমালোচিত হলেও মা হিসেবে একেবারেই ব্যতিক্রম পরীমণি। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি বডি নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন। 

মা ও নবজাতকের প্রয়োজনীয় পণ্য দিয়ে সাজানো হয়েছে প্রতিষ্ঠানটি। কয়েক দিন আগে পরীমণি ঘোষণা দিয়েছেন, প্রতি তিন মাস পর বডির পণ্য বিক্রির টাকা থেকে একটি নির্দিষ্ট অংশ দেওয়া হবে অন্তঃসত্ত্বা মা ও নবজাতকদের কল্যাণে।

অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা করেছেন অপু বিশ্বাস। গত বছর তিনি নাম লিখিয়েছেন পারলার ও রেস্টুরেন্ট ব্যবসায়। রাজধানীর আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পারলার অ্যান্ড বুটিক’ এবং ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের দুটি প্রতিষ্ঠান চালু করেছেন অপু। 

প্রতিষ্ঠান দুটি উদ্বোধনের সময় অপু বিশ্বাস জানিয়েছিলেন, অভিনেত্রীর পাশাপাশি নতুন পরিচয়ে পরিচিত হতে চান তিনি। তাই নাম লিখিয়েছেন ব্যবসায়ীর খাতায়।

অভিনয়ের জন্য নিয়মিতই মেকআপ করতে হয় অভিনয়শিল্পীদের। ব্যতিক্রম নন কেয়া পায়েলও। এমনিতেও সাজতে ভালোবাসেন অভিনেত্রী। সেই ভালোবাসার জায়গা থেকে কেয়া পায়েল যুক্ত হয়েছেন মেকওভার অ্যান্ড স্যালন বিজনেসে। 

গত বছর রাজধানীর উত্তরায় শুরু করেছেন ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালন’ নামের একটি প্রতিষ্ঠান। এখানে নারীদের সাজসজ্জার জন্য রাখা হয়েছে আধুনিক সব ব্যবস্থা।

বন্ধু ঊর্মিলা শুক্লার সঙ্গে যৌথ উদ্যোগে ২০১৮ সালে খুঁত নামের ফ্যাশন হাউস চালু করেন অভিনেত্রী ফারহানা হামিদ। প্রতিষ্ঠানটি মূলত শাড়ির জন্যই বেশি জনপ্রিয় হয়েছে। শুরুতে ফেসবুক পেজের মাধ্যমে শাড়ি বিক্রি করলেও পরবর্তী সময়ে খুঁতের আউটলেট খোলা হয়। 

বর্তমানে ঢাকার লালমাটিয়া, বনানী ও ধানমন্ডিতে তিনটি শোরুম রয়েছে খুঁতের। ফারহানা হামিদ জানান, এ বছর আরও কয়েকটি শোরুম বাড়ানোর চেষ্টা চলছে। এ প্রতিষ্ঠানের পোশাকগুলো ডিজাইন করেন ফারহানা নিজেই।

সাংসারিক ব্যস্ততায় রিচি সোলায়মান এখন অভিনয়ে কম সময় দেন। অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও গত বছরের শেষ দিকে তিনি নাম লিখিয়েছেন ব্যবসায়। রাজধানীর উত্তরার রবীন্দ্রসরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি। 

এর উদ্বোধন করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নারীদের রূপচর্চাবিষয়ক যে সেবাগুলোর প্রয়োজন হয়, সেগুলোর প্রায় সবই পাওয়া যায় রিচির ইটারনাল বিউটি লাউঞ্জে।

বিভিন্ন অরগানিক পণ্য নিয়ে অনলাইন ব্যবসা করছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। ‘ট্রুগানিক বাই স্বাগতা’ নামের ফেসবুক পেজে চিনিগুঁড়া চাল, ঢেঁকিছাঁটা চাল, চিড়া, মুড়িসহ বেশ কিছু খাদ্যপণ্য বিক্রি শুরু করেছেন তিনি। ধীরে ধীরে এ প্রতিষ্ঠান থেকে সব ধরনের খাদ্যপণ্য বিক্রি করবেন বলে জানান স্বাগতা। 

কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর ভাটারা থানার কাজীবাড়ি এলাকায় একটি গরুর খামার চালু করেছে ট্রুগানিক বাই স্বাগতা।

এইচ.এস/

অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250