ছবি: সংগৃহীত
২০২৩ সালের সেপ্টেম্বরে জানা যায় ‘খেলা হবে’ নামের সিনেমা বানাচ্ছেন তানিম রহমান অংশু। এতে অভিনয় করবেন চিত্রনায়িকা শবনম বুবলী। নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটি শুটিং পর্যন্ত গড়ায়নি। অবশেষে অংশুর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন বুবলী। তবে কোনো সিনেমায় নয়, বুবলীকে দেখা যাবে মিউজিক ভিডিওতে। এটি বুবলীর প্রথম মিউজিক ভিডিও।
গত মে মাসে বুবলীর সঙ্গে কাজের ইঙ্গিত দিয়েছিলেন তানিম রহমান অংশু। ১৯শে মে বুবলী ও গীতিকার আসিফ ইকবালের সঙ্গে একটি ছবি শেয়ার করে ফেসবুকে অংশু লেখেন, ‘এবার হবে। ওয়েট ইজ ওভার।’ তবে কী কাজ হচ্ছে সেটা জানাননি তিনি। প্রায় দুই মাস পর জানা গেল তাদের কাজের খবর।
‘ময়না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে অংশুর নির্দেশনায় কাজ করেছেন বুবলী। গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত আয়োজন করেছেন পশ্চিমবঙ্গের আকাশ সেন। কণ্ঠ দিয়েছেন কোনাল। এর আগে বেশ কয়েকটি সিনেমায় বুবলীর ঠোঁটে শোনা গেছে কোনালের গান। এমনকি যে গানের জন্য কোনাল সেরা সংগীতশিল্পীর পুরস্কার পেয়েছেন, সেটিতেও পর্দায় ঠোঁট মিলিয়েছেন বুবলী।
জানা গেছে, ইতিমধ্যে শেষ হয়েছে ময়না গানের ভিডিওর শুটিং। গানচিল মিউজিকের ব্যানারে শিগগিরই এটি প্রকাশ পাবে। গানের বিষয়টি নিশ্চিত করলেও এখনই গানটি নিয়ে বিস্তারিত জানাতে চায় না গানচিল কর্তৃপক্ষ।
জে.এস/
খবরটি শেয়ার করুন