ছবি : সংগৃহীত
রাজবাড়ী ও কুষ্টিয়া দুই জেলার পরিবহন শ্রমিকদের দ্বন্দের জেরে ৪১ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার পর পুনরায় এ রুটে বাস চলাচল শুরু হয়েছে।
সোমবার (১৩ই জানুয়ারি) ভোর ৬টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। এর আগে শনিবার (১১ই জানুয়ারি) দুই জেলার পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের কারণে দুপুর ১টা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক গণমাধ্যমকে বলেন, গতকাল রোববার আমাদের রাজবাড়ী সড়ক পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতাদের একটি গ্রুপের কুষ্টিয়ার নেতাদের সঙ্গে রাজবাড়ীর মাছপাড়াতে মিটিং হয়। ওই মিটিং এ উভয় জেলার মালিক ও শ্রমিক নেতাদের উপস্থিততে শ্রমিকদের দ্বন্দ্ব নিষ্পত্তি করা হয়। ওই মিটিংয়ে রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের শাহিন মিয়া, বিপ্লব দত্ত, জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রমজান আলী খান এবং কুষ্টিয়া সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদসহ বাস, মিনিবাস মালিক ও পরিবহন শ্রমিক নেতারা অংশগ্রহণ করেন।
আরো পড়ুন : বড়শিতে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল, বিক্রি অর্ধলক্ষ টাকায়
তিনি আরও বলেন, উভয় জেলার পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের নিষ্পত্তির পর আজ সোমবার সকাল ৬টা থেকে এই রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।
এস/ আই.কে.জে/