মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ

সেনাপ্রধানকে নিয়ে ভুয়া খবরের ছড়াছড়ি, সেনাবাহিনীর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৯ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু বিদেশি গণমাধ্যমে নানা ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে—এসব খবর সত্য নয় এবং উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানো হচ্ছে।

আজ বুধবার (২১শে মে) সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এমন ২৪টি ভুয়া তথ্যের তালিকা প্রকাশ করা হয়। প্রতিটি গুজবের স্ক্রিনশটসহ 'ফেক কার্ড' হিসেবে আলাদা করে তুলে ধরা হয়েছে।

এসব পোস্টের মাধ্যমে সেনাবাহিনী জনসাধারণকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, এসব ভুয়া তথ্যের উৎসের মধ্যে রয়েছে পার্শ্ববর্তী দেশের কিছু ইউটিউব চ্যানেল ও অনলাইন গণমাধ্যম।

উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের একটি সংবাদমাধ্যম ‘আজ-তাক বাংলা’ শিরোনাম করে, 'প্রাণ বাঁচাতে ভারতের কাছে আশ্রয় চাইছেন ওয়াকার! ভারত কী করবে?' একইসঙ্গে, একটি ভিডিও শিরোনাম করা হয়েছে, 'ঢাকায় এবার সামরিক শাসন? কোন পথে ওয়াকার উজ জামান?'

এ ছাড়া কলকাতা নিউজ নামের একটি ইউটিউব চ্যানেলেও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। শুধু তাই নয়, দেশ-বিদেশের একাধিক ইউটিউবারও নিজেদের চ্যানেলে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে নানা মনগড়া তথ্য ছড়িয়েছেন।

সেনাবাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—এসব তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। সাধারণ মানুষকে এসব গুজব থেকে দূরে থাকতে এবং যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়েছে।

বর্তমানে অনলাইন গুজবের এ স্রোতে দায়িত্বশীল আচরণ ও তথ্য যাচাইয়ের গুরুত্ব যে কতটা জরুরি, সেনাবাহিনীর এ পদক্ষেপ সেটিই আবারও স্মরণ করিয়ে দিয়েছে।

এইচ.এস/

ওয়াকার-উজ-জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250