ফাইল ছবি
তীব্র গরমের মধ্যেই ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে স্থানীয় নদীবন্দরকে ১ নাম্বার সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (২২শে এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।
বলা হয়েছে, বিকেল ৩ টার পর থেকে দিবাগত রাত ১ টার মধ্যে সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নাম্বার সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে।
অন্যদিকে সারাদেশে সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে। তবে সারাদেশে হিট আল্যার্ট জারি থাকলেও কিছু স্থানে বৃষ্টির পূর্বাভাস মিলেছে।
এসকে/
খবরটি শেয়ার করুন