বৃহস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা *** চাকরিপ্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার *** যারা 'ধর্মনিরপেক্ষ বাংলাদেশ' চান, তাদের উদ্দেশ্যে যা বললেন ডেভিড বার্গম্যান *** আমেরিকা থেকে আমদানি পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ: প্রেস সচিব *** বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল আমেরিকা *** বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা *** ২৬ কোটি টাকায় ঈদের ৬ সিনেমা *** স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণে উৎসাহ, রুশ নারীর কারাদণ্ড *** ঈদের ছুটিতে রাজধানীতে নিরাপত্তার শঙ্কা *** ড. ইউনূসের 'সেভেন সিস্টার্স' নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নিপীড়ন প্রসঙ্গে আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য ‘গুরুতর’ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (১৮ই মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ মন্তব্য করেন উপদেষ্টা।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এ কর্মকর্তার মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কী, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘ওনার বক্তব্য গুরুতর।’

উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টার কার্যালয় তুলসী গ্যাবার্ডের বক্তব্যের বিষয়ে যে প্রতিক্রিয়া দিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানও তাই।’

প্রসঙ্গত, আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড নয়াদিল্লিতে ভারতীয় এনডিটিভির এক প্রশ্নের জবাবে বলেন, ‘বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় তার দেশ উদ্বিগ্ন।’ সোমবার (১৭ই মার্চ) তার সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

পরে ওই রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে তুলসী গ্যাবার্ডের বক্তব্যে ‘গভীর উদ্বেগ ও হতাশা’ ব্যক্ত করে।

বিবৃতিতে বলা হয়, আমেরিকার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা প্রধানের বক্তব্য ‘বিভ্রান্তিকর ও বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর’।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের বলছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। বাংলাদেশ চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

এইচ.এস/


পররাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন