রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জরিমানাসহ ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঘোষণার পর থেকে সারাদেশে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর অংশ হিসেবে চলতি নভেম্বর মাসের ২৪ দিনে সারা দেশে পলিথিনের বিরুদ্ধে অভিযানে ৩৩৬ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।

বুধবার (২৭শে নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের ঘোষণার পর থেকে সারা দেশে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। সারা দেশে গত ৩ থেকে ২৬শে নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ১৬২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়ে ৩৩৬টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আনুমানিক ৩৮ হাজার ১৭৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: আইনজীবী হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি

ঢাকা মহানগরে পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, সুলতানা সালেহা সুমী এবং ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

পরিবেশ অধিদফতর গণমাধ্যমকে জানায়, দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

এসি/কেবি

পলিথিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন