ছবি: সংগৃহীত
আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত তিনজনকে আদালতে তোলা হবে শুক্রবার (২৪শে মে)। আদালতে তুলে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার তিনজন হলেন আমানুল্লাহ ওরফের শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি। ডিবির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: এমপি আনারের হাড়-মাংস আলাদা করা কসাই গ্রেফতার
তিনি গণমাধ্যমকে বলেন, এমপি আনার হত্যায় জড়িত তিনজনকে শুক্রবার আদালতে তোলা হবে। তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। যে পর্যন্ত তাদের কাছ থেকে পর্যাপ্ত তথ্য না পাওয়া যাবে, সে পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এইচআ/