সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

‘পাহাড়ি-দুর্গম অঞ্চল উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় আনা হবে’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কুতুবদিয়া সেন্টমার্টিনসহ কক্সবাজারের পাহাড়ি দুর্গম অঞ্চল উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় আনা হবে খুব শীঘ্রই।

রোববার (২৮শে জানুয়ারি) বিকেল ৪টায় কক্সবাজার শহরের ডাকঘর ও বিটিসিএল এর একচেঞ্চ অফিস এবং টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

এসময় পলক আরও বলেন, দেশের প্রতিটি ডাকঘরকে উন্নত, আধুনিক, স্মার্ট ডাকঘরে পরিণত করা হবে। একই সঙ্গে বিটিসিএল ও টেলিটকের সেবার মান বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার। পরিদর্শনের সময় ডাকঘর, বিটিসিএল ও টেলিটকের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ স্থাপনে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

এর আগে প্রতিমন্ত্রী সেন্টমার্টিনের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের টেলিমেডিসিন বিভাগের কার্যক্রম এবং ডাক অধিদপ্তরের আওতায় জরাজীর্ণ ডাকঘর সংস্কার বা পুনর্বাসন শীর্ষক প্রকল্প কর্তৃক চলমান সেন্টমার্টিন সাব-পোস্ট অফিস পুনঃনির্মাণ কাজ পরিদর্শন করেন। ২ দিনের কক্সবাজার সফর শেষে সন্ধ্যা ৬টায় তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করেন।

এসকে/ 

জুনাইদ আহমেদ পলক উচ্চগতির ইন্টারনেট

খবরটি শেয়ার করুন