প্রতীকী ছবি
ট্রাস্ট ব্যাংক এবং টেররা পে এর মধ্যে বাংলাদেশ হতে বিদেশে অধ্যয়নরত ও অধ্যয়নগামী শিক্ষার্থীদের বিভিন্ন রকম ফি প্রদানের লক্ষ্যে ডিজিটাল পেমেন্ট সল্যুশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ট্রাস্ট ব্যাংকই প্রথম বাংলাদেশী ব্যাংক যারা টেররা পে এর সাথে এই ধরনের চুক্তি স্বাক্ষর করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ডিজিটাল পেমেন্ট সল্যুশন চুক্তির আওতায় বিদেশে অর্থ প্রেরণ এখন থেকে আরো দ্রুত, নিরাপদ এবং সহজ হবে। এর ফলে আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়া সহ শীর্ষস্থানীয় দেশ সমূহে শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গ আরো সহজে টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয়ের খরচ পাঠাতে পারবেন।
ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী বলেন, ‘এই চুক্তি শিক্ষার্থীদের বহির্বিশ্বে অর্থপ্রেরণ আরও সহজ এবং কার্যকরী করে তুলবে।’ টেররা পে এর সহ-প্রতিষ্ঠাতা ও চীফ বিজনেস অফিসার আনি সানে এই চুক্তি সম্পর্কে বলেন, ‘আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদেশে শিক্ষার জন্য অর্থ প্রেরনের একটি নিরাপদ এবং নির্বিঘ্ন উপায় চালু করতে পেরে আনন্দিত।’
এই অংশীদারিত্ব চুক্তি বাংলাদেশের ক্রমবিবর্তমান অর্থনীতি, নিয়ন্ত্রক কাঠামো এবং শিক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল পেমেন্টের একটি অন্যতম মাইলফলক হিসাবে বিবেচিত হবে বলে জানান তারা।
কেসি/কেবি
খবরটি শেয়ার করুন