সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্ত ক্রসিং খুলে দিতে ইসরায়েলকে নির্দেশ দিলো আইসিজে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণ পৌঁছাতে সীমান্ত ক্রসিং খুলে দিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (২৮শে মার্চ) এই নির্দেশ দেয়া হয়।

জাতিসংঘের আদালত বলেছে, যুদ্ধ-বিধ্বস্ত গাজায় খাদ্য, পানি, জ্বালানি এবং অন্যান্য সরবরাহের অনুমতি দেওয়ার জন্য আরও সীমান্ত ক্রসিং খোলাসহ মানবিক সহায়তা বাড়াতে হবে।  

আদালত আরও বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী যেন গাজায় কোনো অভিযান না চালায়। শুধু তাই না, এই আদেশ বাস্তবায়নের বিষয়ে এক মাসের মধ্যে ইসরায়েলকে  একটি প্রতিবেদনও জমা দিতে বলেছে আদালত।

আরো পড়ুন: রাফা অভিযান পরিকল্পনা স্থগিত করলো ইসরায়েল

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, প্যালেস্টাইনিদের মৃত্যু শুধু বোমাবর্ষণ বা স্থল হামলার কারণে হচ্ছে না। নানান রোগ ও অনাহারের কারণেও তাদের মৃত্যু হচ্ছে। জাতিসংঘ আদালতের এই নির্দেশ প্যালেস্টাইনিদের অস্তিত্ব রক্ষার ইঙ্গিত দেয়।

হামাস বলেছে, জাতিসংঘের এই রায় অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োগ করা উচিত। সংগঠনটি আরও বলেছে, এটি অবিলম্বে কার্যকর করতে হবে, যাতে এই সিদ্ধান্তটি শুধুই কাগুজে সিদ্ধান্ত না হয়।

জাতিসংঘের বৃহস্পতিবারের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে স্বাগত জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।গাজাবাসীর অনাহারের বিষয়টি উল্লেখ করে যুদ্ধবিরতিসহ আরও কিছু দাবি উত্থাপন করার পর এই আদেশ দেয় আদালত।

তবে ইসরায়েল বলেছে, গাজায় সহায়তা প্রবেশের কোনো কমতি নেই। বরং আরও বেশি সহায়তা আনার জন্য নতুন উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতিও দিয়েছে তারা

সূত্র: এপি

এইচআ/ 

ইসরায়েল সীমান্ত আইসিজে

খবরটি শেয়ার করুন