শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

হোয়াটসঅ্যাপে চালু হলো নথিপত্র স্ক্যান সুবিধা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আরও একটি দরকারি সুবিধা চালু করেছে। এখন থেকে অ্যাপটির মাধ্যমে সরাসরি বিভিন্ন নথিপত্র বা যে কোনো ধরনের ডকুমেন্ট স্ক্যান করে পাঠানো যাবে। এতে আলাদা করে স্ক্যানার বা থার্ড পার্টি অ্যাপের আর দরকার হবে না।

মেটা কোম্পানি সম্প্রতি হোয়াটসঅ্যাপের ‘ডকুমেন্ট শেয়ারিং’ মেনুতে ‘স্ক্যান ডকুমেন্ট’ নামের নতুন একটি ফিচার যুক্ত করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের ক্যামেরা ব্যবহার করে সরাসরি কোনো ফিজিক্যাল ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে পারবেন।

তবে সুবিধাটি আপাতত শুধু অ্যান্ড্রয়েড বিটা ভার্সনের ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। এর আগে আইওএস ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়েছিল।

যেভাবে স্ক্যান করবেন

বর্তমানে যারা হোয়াটসঅ্যাপ বিটার ২.২৫.১৮.২৯ ভার্সন ব্যবহার করছেন, তারা ‘অ্যাটাচমেন্ট’ মেনুতে নতুন এই অপশনটি দেখতে পাচ্ছেন। আগের মতোই সেখানে ‘ব্রাউজ ডকুমেন্ট’ ও ‘চুজ ফ্রম গ্যালারি’ অপশন থাকলেও, নতুন করে যোগ হয়েছে ‘স্ক্যান ডকুমেন্ট’ বাটনটি। এতে ট্যাপ করলেই ক্যামেরা খুলে যাবে এবং ব্যবহারকারী সরাসরি কাগজপত্র স্ক্যান করে পাঠাতে পারবেন।

এই ফিচারে দুটি মোড রয়েছে - ম্যানুয়াল ও অটো। ম্যানুয়াল মোড ব্যবহারকারী নিজে পছন্দমতো সময় নিয়ে স্ন্যাপ নিতে পারবেন। অটো মোডে হোয়াটসঅ্যাপ নিজেই কাগজের সীমা চিহ্নিত করে স্ক্যান সম্পন্ন করবে এবং দ্রুত পিডিএফ ফরম্যাটে রূপান্তর করবে।

নতুন এ স্ক্যান সুবিধাটি চালু করায় দৈনন্দিন ব্যবহারে জরুরি কোনো ফাইল বা ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে সময়,ঝামেলা ও দুর্ভোগ কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের।

টিএ/

মেটা হোয়াটসঅ্যাপ স্ক্যান মেসেজিং অ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250