বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল *** দেশে আসছেন জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

হোয়াটসঅ্যাপে চালু হলো নথিপত্র স্ক্যান সুবিধা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আরও একটি দরকারি সুবিধা চালু করেছে। এখন থেকে অ্যাপটির মাধ্যমে সরাসরি বিভিন্ন নথিপত্র বা যে কোনো ধরনের ডকুমেন্ট স্ক্যান করে পাঠানো যাবে। এতে আলাদা করে স্ক্যানার বা থার্ড পার্টি অ্যাপের আর দরকার হবে না।

মেটা কোম্পানি সম্প্রতি হোয়াটসঅ্যাপের ‘ডকুমেন্ট শেয়ারিং’ মেনুতে ‘স্ক্যান ডকুমেন্ট’ নামের নতুন একটি ফিচার যুক্ত করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের ক্যামেরা ব্যবহার করে সরাসরি কোনো ফিজিক্যাল ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে পারবেন।

তবে সুবিধাটি আপাতত শুধু অ্যান্ড্রয়েড বিটা ভার্সনের ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। এর আগে আইওএস ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়েছিল।

যেভাবে স্ক্যান করবেন

বর্তমানে যারা হোয়াটসঅ্যাপ বিটার ২.২৫.১৮.২৯ ভার্সন ব্যবহার করছেন, তারা ‘অ্যাটাচমেন্ট’ মেনুতে নতুন এই অপশনটি দেখতে পাচ্ছেন। আগের মতোই সেখানে ‘ব্রাউজ ডকুমেন্ট’ ও ‘চুজ ফ্রম গ্যালারি’ অপশন থাকলেও, নতুন করে যোগ হয়েছে ‘স্ক্যান ডকুমেন্ট’ বাটনটি। এতে ট্যাপ করলেই ক্যামেরা খুলে যাবে এবং ব্যবহারকারী সরাসরি কাগজপত্র স্ক্যান করে পাঠাতে পারবেন।

এই ফিচারে দুটি মোড রয়েছে - ম্যানুয়াল ও অটো। ম্যানুয়াল মোড ব্যবহারকারী নিজে পছন্দমতো সময় নিয়ে স্ন্যাপ নিতে পারবেন। অটো মোডে হোয়াটসঅ্যাপ নিজেই কাগজের সীমা চিহ্নিত করে স্ক্যান সম্পন্ন করবে এবং দ্রুত পিডিএফ ফরম্যাটে রূপান্তর করবে।

নতুন এ স্ক্যান সুবিধাটি চালু করায় দৈনন্দিন ব্যবহারে জরুরি কোনো ফাইল বা ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে সময়,ঝামেলা ও দুর্ভোগ কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের।

টিএ/

মেটা হোয়াটসঅ্যাপ স্ক্যান মেসেজিং অ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250