মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

৭৪৪ বোতল ফেনসিডিলসহ ৩ জন আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৪৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। এ সময় ফেনসিডিল বহনকারী প্রাইভেটকার জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।

সোমবার (১৬ই সেপ্টেম্বর) সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পৌর এলাকার কাঠের পুল নামক স্থানে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার খটশিংগা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫২), একই জেলার হরিপুর থানার মহেন্দ্রগাও গ্রামের এস্তাব আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৩৫) ও দিনাজপুরের খানসামা থানার ভেরভেড়ী গ্রামের মোখসেদ আলীর ছেলে মো. শাহানুর ইসলাম (২৪)।

আরও পড়ুন: ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে কাঠের পুল এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসে পাচারকালে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে জানান, তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ফেনসিডিল কেনাবেচা করে যাচ্ছিলেন। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসি/কেবি

আটক ফেনসিডিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন