সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ও ভারত পরীক্ষিত বন্ধু : জি এম কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ পূর্বাহ্ন, ১০ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ ভারতে টানা তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নরেন্দ্র দামোদর দাস মোদী’কে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রোববার এক অভিনন্দন বার্তায় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি। 

অভিনন্দনবার্তায় বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু’র পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। তার বলিষ্ঠ নেতৃত্বে ভারত বিশ্ব রাজনীতিতে শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে সমর্থ হয়েছে। 

আরো পড়ুন: সমাজে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে ভূমিমন্ত্রীর আহ্বান

অভিনন্দনবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, বাংলাদেশ ও ভারত পরীক্ষিত বন্ধু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বন্ধুপ্রতিম দুটি দেশের সম্পর্ক আগামীতে আরো জোরালো হবে বলে আশা করছি।

এসি/  আই.কে.জে

গোলাম মোহাম্মদ কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন