বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এ বছর ব্যাপকভাবে বাংলা নববর্ষ উদ্‌যাপন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবার বাংলা নববর্ষ উদ্‌যাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। আজ মঙ্গলবার (৮ই এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১লা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়সহ সারাদেশে ব্যাপকভাবে বা পরিসরে বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান হচ্ছে। এ জন্য আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। রোজার সময় যেভাবে আইনশৃঙ্খলা চলেছে, এ সময়ও সেভাবে চলবে। কোনো ধরনের অঘটন যেন না ঘটে।’

বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, ‘মোটাদাগে নববর্ষে যেসব স্থানে অনুষ্ঠান হবে, যেমন রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রা, হাতিরঝিল ও রবীন্দ্রসরোবরের অনুষ্ঠানে ও ঢাকার ভেতরে। বিভিন্ন জেলায় যেসব অনুষ্ঠান হবে, সেসব স্থানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

নববর্ষ উদ্‌যাপনকে কেন্দ্র করে নেওয়া বাড়তি নিরাপত্তা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার কোনো ধরনের সিকিউরিটি থ্রেট (নিরাপত্তা হুমকি) নেই। এ বছর ব্যাপকভাবে বাংলা নববর্ষ উদ্‌যাপন হবে। ফলে বিষয়টি সামনে রেখে এবার নিরাপত্তাও বাড়ানো হয়েছে। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য যা করা প্রয়োজন, সেসব করা হচ্ছে।’

এ ছাড়া নববর্ষে শোভাযাত্রার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে-পিছে কারা থাকবে না? বাংলাদেশিরাই তো থাকবে। পুলিশ তো সব বাংলাদেশের লোকই। আনন্দ শোভাযাত্রা যদি সবাই করতে পারেন, আমাদের পুলিশ বাহিনী করতে পারবে না! তারাও যদি শোভাযাত্রার সঙ্গে যায়, অসুবিধা কী? বিষয়টি পুরো অর্গানাইজ করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। তারপরে কে থাকবে, সেটা তারা নির্ধারণ করবে।’

আরএইচ/এইচ.এস

বাংলা নববর্ষ স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন