বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ

রজনীতে মুগ্ধ অমিতাভ, ৩৩ বছর পর মহামিলন দুই তারকার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ৬ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

অমিতাভ-রজনীকান্তকে একসঙ্গে দেখা যাবে ‘বেট্টায়ন’ সিনেমায়। রজনীকান্তের ৭৩তম জন্মদিনে মুক্তি পেতে চলেছে এ সিনেমা। আর অমিতাভের তামিল সিনেমায় হাতেখড়ি হচ্ছে ‘বেট্টায়ন’র মাধ্যমে।

এবার রজনী ও অমিতাভ জুটি বাঁধলেন। ৩৩ বছর আগে তারা শেষবার পর্দা ভাগ করেছিলেন। রজনী-অমিতাভকে দেখা গেছে ‘হম’ সিনেমায়। এ ছাড়াও ‘অন্ধা কানুন’ এবং ‘গ্রেফতার’ সিনেমায় কাজ করেছেন তারা। বর্তমানে ব্যস্ততা তুঙ্গে দুই তারকারই। বয়স হয়েছে, তবু ক্লান্তি নেই অমিতাভ কিংবা রজনীর। এবার আবারো মহামিলন হয়েছে দুই তারকার।

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও বালিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন। এ দুজনকে কেউ কেউ বলেন- ভারতীয় সিনেমার সর্বকালের সেরা অভিনেতা। অন্যদিকে রজনীকান্তকে দক্ষিণী সিনেমার ‘ভগবান’ বলা হয়।

‘বেট্টায়ন’ সিনেমা রজনীকান্তের ১৭০তম সিনেমা, তাই তার প্রতি সম্মান জানিয়েই সিনেমার এমন নামকরণ। সম্প্রতি সিনেমার একটি পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রজনী। শোনা যাচ্ছে, অমিতাভের চরিত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিনেমায়।

আরো পড়ুন: ৭০ বছরে চতুর্থ বিয়ে অভিনেতার, স্ত্রী নিজের মেয়ের থেকেও ছোট!

রজনীর সঙ্গে কোলাকুলি করছেন অমিতাভ সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি দেন অভিনেতা। তিনি লেখেন, ‘ভীষণ রকম সম্মানিত থালাইভা মহান রজনীকান্তের সঙ্গে আবারও কাজ করতে পেরে। বিন্দু মাত্র বদলাননি তিনি। সেই একই রকম মাটির মানুষই রয়ে গিয়েছেন।’

এক আকাশের দুই সূর্যকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাদের অনুরাগী। চলতি বছরের অক্টোবরে আসতে চলেছে এ সিনেমা। ‘এত বড় তারকা তবু বিন্দুমাত্র বদলাননি’, রজনী-সাক্ষাতে মুগ্ধ অমিতাভ রজনীকান্তের ৭৩ তম জন্মদিন। অন্যদিকে তামিল সিনেমায় অমিতাভের অভিষেক।

এসি/



রজনীকান্ত অমিতাভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন