ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আয়নাঘর বলতে কোনোকিছু থাকবে না। এখানে কোনও ভাতের হোটেলও থাকে না। সোমবার (৬ই জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
৫ই আগস্টের আগে ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ইউনিটে টর্চার সেল বা আয়নাঘর ছিল, ডিবিতে এখনও কোনও আয়নাঘর আছে কিনা? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডিবি কার্যালয়ে আয়নাঘর বলতে কিছু নেই। আর কোনও ধরনের আয়নাঘর থাকবেও না।
আরও পড়ুন: নতুন বছর উপলক্ষে বিমানের টিকিটে ১০ শতাংশ মূল্যছাড়!
আমরা তাদের বলেছি পুকুরটা যেন আয়নার মতো করে পরিস্কার করা হয়। এখানে কোনও আয়নাঘর থাকবে না।
এছাড়া ডিবি পুলিশকে বলা হয়েছে, তারা সিভিল পোশাকে কোনও অভিযান বা আসামি গ্রেফতার করবে না। তারা অবশ্যই ডিবি জ্যাকেট ও আইডি কার্ড পরে অভিযানে যাবে। আইনের বাইরে কোনো কাজ করা যাবে না।’
এসি/ আই. কে. জে/