শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের জন্য আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, পোশাকশ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে আমরা খুব চিন্তিত। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদযাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতে তারা বাড়ি যেতে পারেন এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। এবার পোশাকশ্রমিকদের জন্য আগামী দুই দিন আমরা আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দিয়েছি।

রোববার (৭ই এপ্রিল) দুপুর ২টায় রাজবাড়ীর পাংশায় জেলা পরিষদের ডাকবাংলোতে গার্ড অব অনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আরো পড়ুন: বান্দরবানে কেএনএফের প্রধান সমন্বয়কসহ গ্রেফতার ২

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পোশাকশ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্যও স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য আলাদা বগি ও সকল ধরনের সুবিধার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার উপস্থিত ছিলেন।

এইচআ/ 

বিশেষ ট্রেন ঈদযাত্রা পোশাকশ্রমিক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম

খবরটি শেয়ার করুন