ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস ট্রফির সময় মোহাম্মদ শামির কোমল পানীয় পান করা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় তিনি সীমানার ধারে পানি পান করছেন। পাঁচ মাস পর এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন শামি।
শামির কোমল পানীয় পানের ঘটনা ঘটেছিল এ বছরের ৪ঠা মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালে। যে সময়ে এমনটা করেছিলেন, তখন ছিল পবিত্র রমজান মাস। মুসলমানদের যখন রোজা রাখা ফরজ, সেই সময় কোমল পানীয় পান করায় তুমুল সমালোচনার শিকার হয়েছিলেন।
নিউজ২৪ নামে এক সংবাদমাধ্যমে গতকাল বুধবার (২৭শে আগস্ট) দেওয়া এক সাক্ষাৎকারে এই ব্যাপারে শামি বলেন, ‘৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলছি। এখানে নিজেদের আমরা উৎসর্গ করছি। এমনকি এ ধরনের ব্যতিক্রমী ঘটনার ক্ষেত্রেও আমাদের নিয়মে বলা হয়েছে।'
তিনি বলেন, 'উদাহরণ হিসেবে ধরুন, আপনি দেশের জন্য কোনো কাজ করছেন বা ভ্রমণ করছেন। মানুষের এসব ব্যাপার বোঝা উচিত। আমি জানি মানুষ অন্য কাউকে রোল মডেল মনে করে। একই সঙ্গে এটাও বিবেচনায় নেওয়া উচিত, সেই ব্যক্তি কী করছেন এবং কীসের জন্য করছেন।’
খবরটি শেয়ার করুন