সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে বজ্রপাতসহ কালবৈশাখী বয়ে গেছে। রোববার (৬ই এপ্রিল) রাত ১০টার দিকে কোথাও কোথাও ঝড় শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে ঝড় তীব্র হয়।

রাজধানীতে চলতি বছর এ পর্যন্ত এটাই বড় ঝড় ও বজ্রপাত বলে জানান আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, রাজধানী ও আশপাশ অঞ্চলে বজ্রপাতসহ কালবৈশাখী বয়ে যাচ্ছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, ঘণ্টায় সর্বোচ্চ ৫১ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যায়। বৃষ্টি হয়েছে ৯ মিলিমিটার।

চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী হচ্ছে।

এইচ.এস/

কালবৈশাখী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন