ফাইল ছবি
আন্তর্জাতিক কোচিং অধ্যায়ের শুরুটা দারুণ হয়েছে মোহাম্মদ আশরাফুলের। জাতীয় দলের প্রথম অ্যাসেইনমেন্টে জয় পেয়েছেন তিনি। শুধু ম্যাচ নয়, সিরিজও জিতেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
ক্রিকেটে প্রধান কোচদের বাইরে অন্যদের সাফল্যের হার সেভাবে বিশ্লেষণ করা না গেলেও পারফরম্যান্স তাদের পক্ষে কথা বলে! জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুলের পক্ষেও পারফরম্যান্স তেমনি কথা বলছে।
তার দায়িত্ব নেওয়ার প্রথম সিরিজেই অবিশ্বাস্য ব্যাটিং করেছেন ব্যাটারেরা। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহকই তো বাংলাদেশের। ১ সেঞ্চুরি ও ১ ফিফটিতে সর্বোচ্চ ২৬৫ রান করে শীর্ষে আছেন মাহমুদুল হাসান জয়।
ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সের সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। জয়-মমিনুল হকদের এমন পারফরম্যান্সের পর তাই আশরাফুল সম্পর্কে বিসিবির মূল্যায়ন জানতে চাওয়া হয়েছিল। তবে এখনই মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন আব্দুর রাজ্জাক।
কেন করতে চান না তার ব্যাখ্যাও দিয়েছেন রাজ্জাক। বিসিবির পরিচালক বলেছেন, ‘আশরাফুল খুব অভিজ্ঞ খেলোয়াড়। যেহেতু মাত্র একটা সিরিজ কাজ করেছে...এখানে অল্প সময়ের মধ্যে বলাও মুশকিল। আসলে এগুলো ইনক্লুশন সময়...বেশ সময় পরে বোঝা যায় যে আসলে কী ইমপ্যাক্ট পড়ছে। হুট করে একটা মানুষকে নিয়ে যেকোনো একটা মন্তব্য করে দেওয়া একটু মুশকিল।’
পারফরম্যান্সের মূল্যায়ন না জানালেও আশরাফুল দলে ইতিবাচক প্রভাব রাখছেন বলে জানিয়েছেন রাজ্জাক। সাবেক বাঁহাতি স্পিনার বলেছেন, ‘টেকনিকের থেকে ট্যাকটিসের ব্যাপার আসলে তো অবশ্যই আশরাফুল খাটাচ্ছে। ও বলছে, কথা বলছে। আমি দেখছি সব সময় ও থাকে ব্যাটারদের কাছাকাছি, থাকে প্র্যাকটিসে, এমনকি খেলা চলাকালেও কথা বলছে। তো আমার কাছে মনে হয় যে এটার ইতিবাচক প্রভাব পড়বে ইনশাআল্লাহ।’
জে.এস/
খবরটি শেয়ার করুন