ছবি: সংগৃহীত
দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালে অক্টোবরে ঘর বাঁধেন বলিউডের জনপ্রিয় দুই তারকা নাগা চৈতন্য ও সামান্তা রুথ প্রভু। তবে খুব বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি তাদের সংসার। ২০২১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এবার জানা গেল, তার বিয়ের পোশাকই ছিঁড়ে ফেলেছেন সামান্থা।
হিন্দু আর খ্রিস্টান ধর্ম মেনেই নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্তা। বিয়েতে সাদা রঙয়ের একটি গাউন পরেছিলেন অভিনেত্রী। ছোট্ট ছোট্ট ফুলের কাজ করা ছিল সেই গাউনে। আর এত সুন্দর গাউন ছিঁড়ে ফেললেন অভিনেত্রী।
জানা গেছে, নিজের পুরনো বিয়ের গাউন কেটে নতুন পোশাক তৈরি করেছেন সামান্থা। অভিনেত্রীর বিয়ের পোশাক ছিঁড়ে একটি ব্ল্যাক ড্রেস বানিয়েছেন ডিজাইনার ক্রেশা বাজাজ।
আরো পড়ুন: মিঠুনদাকে কিডনিও দিতে পারি: দেব
তবে সামান্থার বিয়ের গাউন কেটে তৈরি অভিনেত্রী কালো পোশাকটিও বেশ নজর কেড়েছে ভক্তদের। পুরোনোকে পোশাককে নতুন রূপ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন ডিজাইনার ক্রেশা বাজাজও।
প্রসঙ্গত, দক্ষিণি ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরেই অভিনয় করছেন সামান্তা। ক্যারিয়ারে অভিনয়ে প্রশংসা কুড়ানোর পাশাপাশি একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি।
এসি/