ছবি: সংগৃহীত
গত সরকারের আমলে রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশের মাটিতে কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নিতে পারেননি জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। পাসপোর্ট নবায়নের অনুমোদন না পাওয়ায় যেতে পারেননি বিদেশের কনসার্টেও। দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ সালে ই-পাসপোর্ট হাতে পান আসিফ। গান গাইতে বিদেশে যাওয়ার সুযোগ মেলে তার।
তবে নিজের গানের দল ছাড়া বিদেশের কনসার্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবার মিলছে সেই সুযোগও। এরই মধ্যে নিজের গানের দল দি এ টিম নিয়ে অংশ নিয়েছেন বিদেশের কয়েকটি কনসার্টে।
চলতি মাসের ৮ তারিখে দি এ টিম নিয়ে মালদ্বীপের হুলোমালে সিনথেটি গ্রাউন্ডে কনসার্ট করে এসেছেন আসিফ। এবার যাচ্ছেন আমেরিকা সফরে। প্রায় দেড় মাসের সংগীতসফরে ৩০শে আগস্ট দেশ ছাড়বেন আসিফ আকবর ও তার দল। তাদের সঙ্গে থাকছেন কণ্ঠশিল্পী আতিয়া আনিসা।
দীর্ঘ ১৭ বছর পর গান গাইতে আমেরিকা যাচ্ছেন আসিফ। এই সফরে এখন পর্যন্ত ১০টি কনসার্টে গান গাওয়ার কথা চূড়ান্ত করেছেন তিনি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
আমেরিকা সফর প্রসঙ্গে আসিফ বলেন, ‘যাদের সঙ্গে দেশে গান গাই, তাদের সঙ্গে বিদেশেও গান গাই। তারা আমার সম্মানিত মিউজিশিয়ান, আমরা দি এ টিম। ২০০৬-০৭ সালে ল্যাপটপ মিউজিকের প্রাদুর্ভাব বেড়ে গেলে পশ্চিমা দেশগুলোর কনসার্টে যন্ত্রশিল্পীদের যাওয়া বন্ধ হয়ে যায়। আমিও সিদ্ধান্ত নিয়েছি, দি এ টিম দেশে ফেলে রেখে বিদেশে কনসার্ট করব না। ধৈর্য ধরেছি, সফলও হয়েছি। ১৭ বছর পর ৩০শে আগস্ট আমেরিকার বাফেলোতে ঐতিহ্যবাহী ফোবানা কনভেনশনের মাধ্যমে দি এ টিম আবারও অভিষিক্ত হতে যাচ্ছে।’
জে.এস/
খবরটি শেয়ার করুন