বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

তীব্র শীত, ২৬ জেলায় বন্ধ হলো শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

সারাদেশে জেঁকে বসেছে শীত। শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় কঠিন হয়ে পড়েছে জনজীবন। বেশ কিছু জেলায় কয়েকদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড হচ্ছে। ফলে সরকারি নির্দেশনা অনুযায়ী ওইসব জেলার বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়সূচিতেও পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এই নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (২৩শে জানুয়ারি) দেশের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড অনুযায়ী প্রায় ২৬টি জেলায় বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রংপুর বিভাগে সবগুলো জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় এই বিভাগের সব প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার থেকে বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালকের কার্যালয়। এই বিভাগের আট জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪ হাজার ৩৬৫টি। এছাড়া বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ৩ হাজার ৯৪৬টি, মাদরাসা ১ হাজার ৫৩৮টি এবং এবতেদায়ী মাদরাসা ১ হাজার ৫৪৮টি রয়েছে। 

আরো পড়ুন: চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ৬.৬ ডিগ্রিতে, কমেছে ঢাকায়ও

রংপুর জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫, নীলফামারীর ডিমলায় ৮ দশমিক ৫, সৈয়দপুরে ৮ দশমিক ৬, লালমনিরহাটে ৮ দশমিক ১, ঠাকুরগাঁওয়ে ৮, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ১ এবং গাইবান্ধায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রাজশাহী বিভাগের সবগুলো জেলাতেও বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বিভাগের ৮ জেলার মধ্যে রাজশাহী ব্যতীত সবগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। শুধু রাজশাহীতে মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা আছে। রাজশাহীতে মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড হয়েছে। এদিকে সকাল ৯টায় বগুড়ায় তাপমাত্রা ৯, চাঁপাইনবাবগঞ্জে ৭ দশমিক ৮, নওগাঁয় ৯, নাটোরে ৯, পাবনায় ৮, জয়পুরহাটে ৯ ও সিরাজগঞ্জে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। 

খুলনা বিভাগের ৬টি জেলায় মঙ্গলবার সকালে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিভাগের চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। খুলনা জেলায় সকাল ৯টায় তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। এছাড়া যশোরে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া ৯ ডিগ্রি ও সাতক্ষীরায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তামমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হওয়ায় এই জেলাগুলোতে বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক মোসলেম উদ্দিন এবং খুলনা বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিসের উপপরিচালক রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, মেহেরপুর চুয়াডাঙ্গা অফিসের আওতায় রয়েছে। এছাড়া তাপমাত্রা আগামীকাল (২৪শে জানুয়ারি) থেকে কিছুটা বাড়তে পারে।

এইচআ/  আই.কে.জে

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

খবরটি শেয়ার করুন