সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলো পাকিস্তানের নতুন মন্ত্রিসভা, স্থান পেলেন এক নারী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ১৯ সদ্যের নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে ১২ই মার্চ (মঙ্গলবার)। সেখানে স্থান পেয়েছেন এক নারী। প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

জানা গেছে দেশটির প্রেসিডেন্ট হাউজে এই শপথ অনুষ্ঠান হয়। 

নতুন মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখও রয়েছে। একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে মন্ত্রিসভার আকার ছোট করেছেন। তবে দ্বিতীয় ধাপে সংখ্যা আরও বাড়বে।

এদিকে পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পিপিপি নেতা আসিফ আলি জারদারি। তার স্ত্রী দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো প্রয়াত হয়েছেন প্রায় দেড় যুগ আগে। এরপর আর বিয়ে করেননি জারদারি। তাই সবার মনেই প্রশ্ন, কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী ফার্স্ট লেডি?

আরো পড়ুন: মালদ্বীপ হতে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত

এক্ষেত্রে জোরেশোরে শোনা যাচ্ছে জারদারির ছোট মেয়ে আসিফা ভুট্টো জারদারির নাম। গত রোববার (১০ই মার্চ) ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে আসিফ আলি জারদারি যখন দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তখন সেখানে উপস্থিত ছিলেন আসিফাও

সূত্র: জিও নিউজ

এইচআ/ 

পাকিস্তান মন্ত্রিসভার শপথ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন