শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মালদ্বীপ হতে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

অবশেষে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত। মঙ্গলবার (১২ই মার্চ) মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সেনাদের বের করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইজ্জু। চীনপন্থী হিসেবে পরিচিত এই নেতা ক্ষমতায় এসেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা তাড়িয়ে দেয়ার ঘোষণা দেন।

বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে ভালোই তোলপাড় হয়। পরে দুই দেশের মধ্যে সমঝোতার আলোকে মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হয় ভারত। গত ১০ই মার্চ থেকে এই সেনা প্রত্যাহারের কাজ শুরু হওয়ার কথা ছিল।

আরো পড়ুন: ভারতে কার্যকর হলো সংশোধিত নাগরিকত্ব আইন

জানা গেছে,  আদ্দু দ্বীপপুঞ্জে মোতায়েন করা ২৫ ভারতীয় সেনা এরই মধ্যে ভারতে চলে গেছেন। এই দ্বীপপুঞ্জটি মালদ্বীপের সর্ব দক্ষিণে অবস্থিত। সেনাদের পরিবর্তনে মালদ্বীপে থেকে যাওয়া ভারতীয় একটি বিমান ও দুটি হেলিকপ্টার এখন থেকে পরিচালনা করবে বেসামরিক ভারতীয়রা। তাঁরা এরই মধ্যে মালদ্বীপে পৌঁছেছেন।

যদিও এই বিষয়ে ভারত বা মালদ্বীপ সরকারের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি তবে স্থানীয় গণমাধ্যম মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে।

সূত্র: এনডিটিভি

এইচআ/ 

ভারত সেনা প্রত্যাহার

খবরটি শেয়ার করুন