শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পুনরায় শুরু হচ্ছে গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনি সংগঠন হামাসের নতুন প্রস্তাবের প্রেক্ষিতে শনিবার (১৬ই মার্চ) গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা পুনরায় শুরু হয়েছে। ইসরায়েল বলেছে, সম্ভাব্য চুক্তি নিয়ে নতুন দফার আলোচনার জন্যে তারা কাতারে প্রতিনিধিদল পাঠাবে।

এদিকে ইসরায়েল রাফায় সামরিক অভিযানের পরিকল্পনা নিয়েও অগ্রসর হচ্ছে। গাজায় গত পাঁচ মাস ধরে চলা যুদ্ধের কারণে অধিকাংশ বাস্তুচ্যুতরা এই রাফাতেই আশ্রয় নিয়েছে। ফলে জনাকীর্ণ রাফায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল তাদের সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছে।

আরো পড়ুন: সোমালিয়ান জলদস্যুদের জাহাজ থেকে ১৭ নাবিক উদ্ধার, ৩৫ জলদস্যুর আত্মসমর্পণ

‘দ্য ইউএস চ্যারিটি ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’ বলেছে, তাদের দল গাজা উপকূলে পৌঁছানো  ২০০ টন খাদ্য খালাসের কাজ শেষ করেছে। সাইপ্রাস থেকে নৌপথে এটিই গাজায় পাঠানো প্রথম ত্রাণবাহী জাহাজ।

তারা এক বিবৃতিতে আরো বলেছে, জাহাজের সকল মালই খালাস করে তা বিতরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

সূত্র: আল জাজিরা 

এইচআ/ 

কাতার গাজায় যুদ্ধবিরতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন