শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ইয়াবাসহ শ্যামলী পরিবহনের চালক আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৮ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

র‍্যাবের অভিযানে ২৭৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি ও শ্যামলী পরিবহনের চালক সাঈদ হোসেনকে (৪২) আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা।

বুধবার (২৪শে এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-মেহেরপুর সড়কের গাংনী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার মনিরুজ্জামান সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ বুধবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাঈদ হোসেন উপজেলার ছাতিয়ান গ্রামের খেদ আলীর ছেলে।

আরো পড়ুন: টেকনাফ বঙ্গোপসাগরে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের তলোয়ার মাছ

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুর গামী শ্যামলী পরিবহনের চালক মাদক পাচার করছে— এমন গোপন সংবাদের পায় র‌্যাব। এই তথ্যের ভিত্তিতে ওইদিন রাত ৯টায় শ্যামলী পরিবহন গাংনী বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে ওই পরিবহনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্যামলী পরিবহনের চালক সাঈদ হোসেনের দেহ তল্লাশি করে ২৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করেন। আটক সাঈদ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারি ও চালক দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুরসহ বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

এসি/


ইয়াবা চালক আটক

খবরটি শেয়ার করুন