রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে বাঘের সংখ্যা বেশি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪

#

সুন্দরবনে বাঘ গণনার ফল প্রকাশ হয়েছে। এতে বাগেরহাট জেলার বনে বাঘের সংখ্যা বেশি দেখা গেছে। গণনায় বলা হয়েছে, সুন্দরবনে ১২৫টি বাঘের খোঁজ মিলেছে এবং এর ৫৯ শতাংশ বাঘ বাগেরহাট জেলার পূর্ব সুন্দরবনে রয়েছে। এবার গণনায় ২১টি বাঘ শাবকের ছবিও পাওয়া গেছে। তবে শাবকগুলোর মৃত্যুর হার বেশি হওয়ায় এগুলো গণায় ধরা হয়নি।

বনবিভাগ সূত্র জানায়, ২০১৮ সালে বাঘ গণনার পাঁচ বছর পর ২০২৩ সালের জানুয়ারি মাসে পুনরায় সুন্দরবনে বাঘ গণনা শুরু হয়। সুন্দরবনের ৬০৫টি গ্রিডে ১ হাজার ২১০টি ক্যামেরা ৩১৮ দিন পর্যবেক্ষণ শেষে ২০২৪ সালের  মার্চ মাসে বাঘ গণনার মাঠ পর্যায়ের কাজ শেষ করে।

গত ৮ অক্টোবর গণনার ফলাফলে বলা হয়, ক্যামেরায় ধরা পড়া বাঘের ছবি পরীক্ষা করে দেখা গেছে, ২০২৩-২০২৪ সালের গণনায় সুন্দরবনে ১২৫টি বাঘ রয়েছে। এবারের ক্যামেরা ট্রাপিংয়ে মা বাঘের সঙ্গে ২১টি শাবকের ছবি ধরা পড়েছে। তবে শাবকের মৃত্যুর হার বেশি বলে এগুলো গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি। 

 এর আগে ২০১৮ সালের গণনায় পাঁচটি বাঘ শাবকের ছবি পাওয়া যায়। তারও আগে ২০১৫ সালের গণনায় সুন্দরবনে ১০৬টি, ২০১৮ সালের গণনায় ১১৪টি বাঘের খোঁজ পাওয়া যায়। পাঁচ বছরে সুন্দরবনে প্রাপ্তবয়স্ক বাঘ বেড়েছে ১১টি। বিশ্বে বর্তমানে বিলুপ্ত প্রায় প্রাণী বাঘ। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের কয়েকটি দেশে তিন হাজার ৮৪০টি বাঘ রয়েছে। 

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, ক্যামেরা ট্রাপিংয়ে বরাতে বলা যায়, সুন্দরবনে আগের চেয়ে বাঘ বেড়েছে। শরণখোলা রেঞ্জে একটি বাঘিনীর সঙ্গে চারটি শাবক দেখা গেছে। 

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, সুন্দরবনে বাঘের মূল খাবার হরিণসহ অন্য খাবার ও বাঘের আবাসস্থল অনুকূলে থাকায় এখানে বাঘ বৃদ্ধির অন্যতম কারণ।
আই.কে.জে/

বাঘ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন