ছবি: সংগৃহীত
এবার একটু ভিন্ন লুকে অন্যরকম বার্তা নিয়ে বলিউডের হার্টথ্রব অভিনেতা রণবীর সিং ক্যামেরার সামনে হাজির হলেন। সঙ্গে ছিলেন বিখ্যাত পর্নস্টার জনি সিন্স।
রণবীর সিং নতুন বিজ্ঞাপনে যুক্ত হলেন জনি সিন্স এর সঙ্গে। বিজ্ঞাপনটি দেখে মনে হবে কোনো সিনেমা। বিজ্ঞাপনটি শুরু হয় যৌথ পরিবারের ঝগড়া দিয়ে। তারপর হাজির হন রণবীর সিং। জনি সিনস আর রণবীরকে দেখা যায় পঞ্জাবি পায়জামাতে।
শুরুতে দেখা যায়, রণবীর সিংয়ের ভাইয়ের বউ বাড়ি থেকে বেরিয়ে যায় ভাইয়ের যৌবন সমস্যার জন্য। এসব নিয়ে মুখ খোলায় বাড়ির গুরুজনেরা তার ওপর ক্ষিপ্ত হন। এরপর তিনি দোতলা থেকে পড়ে যান। সেসময় রণবীর তার ভাইকে (জনি সিন্স) একটি প্যাকেট দেন। এটি পেয়ে ভাইয়ের বউ খুশিমনে থেকে যান।
আরো পড়ুন: এখনো অভিনয়শিল্পীরা হুমায়ুন ফরীদির অভিনয় থেকে প্রেরণা নেন
বোল্ড কেয়ার নামে একটি প্রোডাক্টের বিজ্ঞাপন করেছেন তিনি। এটির কার্যকারিতা সম্পর্কে তিনি বিজ্ঞাপনে বিস্তারিত জানান। তবে অনেকে কটু মন্তব্য করেছেন নায়কের বিরুদ্ধে।
এটি দেখে নেটিজেনরা অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। অনেকে বলেছেন রণবীর সিংকে এমন অভিনয়ে একেবারেই বেমানান লাগে। এভাবেও যে পণ্যের প্রচার করা যায় সেটা অকল্পনীয়। এরইমধ্যে ভিডিওটি ১৩ লাখের বেশিবার দেখা হয়েছে।
এসি/