ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারে রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি এই জাতি সাহসের সঙ্গে প্রতিহত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, 'আমরা মনে করি যে, আজকে এই জাতি প্রমাণ করে দিলো যে কর্তৃত্ববাদী শাসক, হাজার হাজার খুনের রক্তে যার হাত রঞ্জিত, ক্ষমার অযোগ্য অপরাধ যে করেছে, এ জাতি তাকে আর কখনো গ্রহণ করবে না।'
'আওয়ামী ফ্যাসিবাদ ও এর দোসরদের দেশব্যাপী জ্বালাও, পোড়াও, ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে' আজ বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, 'কয়েক দিন ধরেই ১৩ই নভেম্বরকে কেন্দ্র করে একটা অরাজকতা, নাশকতা, উৎকণ্ঠা সৃষ্টির একটা অপপ্রয়াস ফ্যাসিস্টদের পক্ষ থেকে দেশব্যাপী শুরু হয়েছিল। জাতির মধ্যে একটা অজানা আতঙ্ক বিরাজ করছিল।'
তিনি বলেন, কিন্তু আমরা এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে যে সমস্ত দেশপ্রেমিক রাজনৈতিক দল মাঠে-ময়দানে ছিলাম, এখনো আছি, আমরা খুব আস্থাশীল ছিলাম যে, জাতি যাদের প্রত্যাখ্যান করেছে, যারা অপরাধী, যারা খুনি, যারা লুটেরা, যারা গণতন্ত্র, জাতিসত্ত্বা ও মূল্যবোধ হরণকারী, তাদের এই জাতি যেভাবে বিদায় দিয়েছে, তাদের পক্ষে আর এই জাতির মাঝে ফিরে আসা সহজ নয়।
পরওয়ার আরও বলেন, 'তারা (আওয়ামী লীগের নেতাকর্মীরা) যে হুমকি-ধামকি দিয়েছিলেন অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, সব কিছুই এ জাতি তার সাহস দিয়ে, দৃঢ়তা দিয়ে রাজপথে বলিষ্ঠতার সাথে অবস্থান করে প্রতিহত করেছে এবং ময়দানে তারা দাঁড়াতে পারেনি।'
খবরটি শেয়ার করুন