সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দুই বিমানের সংঘর্ষ, প্রাণে বাঁচলেন শতাধিক যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ব্রিটেনের সবচেয়ে বড় হিথরো বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ব্রিটেনের সবচেয়ে বড় বিমানবন্দর হিথরোতে দুই বিমানের সংঘর্ষ হয়েছে। সৌভাগ্যবশত এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন শতাধিক যাত্রী। রোববার (৭ই এপ্রিল) বিবিসির এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে দুই বিমানের পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বিমানে ১২১ যাত্রী ছিলেন। তবে তারা অক্ষত রয়েছেন। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকালের দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাছে রানওয়েতে এ দুর্ঘটনা ঘটেছে। ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ৭৮৭-৯ সিরিজের একটি বিমান ও ভার্জিন আটলান্টিক এয়ারলাইনসের অপর বিমানের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ সময় ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটিতে ১২১ জন যাত্রী থাকলেও অপর বিমানে কোনো যাত্রী ছিলেন না।

ব্রিটিশ এয়ারওয়েজের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের ইঞ্জিনিয়ার টিম বিমান পরীক্ষা নিরীক্ষা করছে। যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে তাদের বিকল্প ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শবে কদরের রাতে কাবায় ২৫ লাখ মুসল্লির নামাজ আদায়

ভার্জিন আটলান্টিক এয়ারলাইনসের এক মুখপাত্র জানান, আমরা যথাযথ তদন্ত শুরু করেছি। আমাদের ইঞ্জিনিয়ারিং দল বিমানবন্দরের রক্ষণাবেক্ষণের বিষয়টি পরীক্ষা করে দেখছে।

বিমানবন্দরের এক মুখপাত্র জানান, সংঘর্ষে কোনো যাত্রী আহত হননি। এ ঘটনায় ফলে বিমানবন্দরের কার্যক্রমে কিছুটা বিঘ্নিত হতে পারে। জরুরি সেবাসহ বিভিন্নি বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে।

সূত্র: বিবিসি

এসকে/ আই.কে.জে/ 

বিমানের সংঘর্ষ প্রাণে বাঁচলেন

খবরটি শেয়ার করুন