মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার *** ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা *** আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, আশা প্রধান উপদেষ্টার *** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের *** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার *** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে

দাম কমেছে সবজি-ডিম ও কাঁচা মরিচের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পণ্য সরবরাহে বিঘ্ন ঘটায় বেড়ে যাওয়া নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে । স্বস্তি ফিরেছে সবজি বাজারেও। গত তিন-চার দিনের ব্যবধানে সবজিভেদে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। দাম কমার এ তালিকায় রয়েছে ডিম ও কাঁচা মরিচ।

শুক্রবার ২৬শে জুলাই রাজধানীর শান্তিনগর, তুরাগ এলাকায় নতুন বাজার ও কাওরান বাজারে বিভিন্ন পণ্যের দাম প্রসঙ্গে ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও পরবর্তীতে কারফিউয়ের কারণে পরিবহন সমস্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পণ্য সরবরাহে বিঘ্নের ঘটনায় দাম বেড়ে যায়। তবে গত কয়েক দিনে কারফিউ শিথিল করায় পণ্য সরবরাহ বাড়ায় সবজিসহ বিভিন্ন পণ্যের দাম কমে আসছে।

শুক্রবার ২৬শে জুলাই রাজধানীর খুচরা বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে ঢ্যাঁড়শ, ধুন্দল, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হয়। এছাড়া, করলা, কাকরোল, কচুমুখী ৭০ থেকে ৮০ টাকায় কেজিতে বিক্রি হয়। আলুর কেজি বিক্রি হয় ৬০ থেকে ৬৫ টাকা। টমেটো ১৮০ থেকে ২২০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হয়। যা গত সপ্তাহের ব্যবধানে সবজিভেদে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কম। তবে সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের দাম। কোটা সংস্কার আন্দোলনের সময় প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৪০০ থেকে ৬০০ টাকায় উঠে যায়। যা শুক্রবার ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

আরও পড়ুনঋণ ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধে বিশেষ সুযোগ

এদিকে দাম কমেছে পেঁয়াজেরও। কেজিতে ১০ টাকা কমে বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ১১০ থেকে ১২০ টাকায়। যদিও এই দর গত বছরের একই সময়ের তুলনায় বেশি। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, গত বছর এই সময় প্রতি কেজি পেঁয়াজের দর ছিল ৬৫ থেকে ৮০ টাকা।

দাম কমেছে ডিমেরও। গতকাল (শুক্রবার) বাজারে প্রতি ডজন ফার্মের বাদামি রংয়ের ডিম ১৫০ টাকায় বিক্রি হয়েছে। যা চার-পাঁচ দিন আগে ১৬৫ থেকে ১৭০ টাকাতেও বিক্রি হতে দেখা গেছে। তবে খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছেন, খুচরা বাজারে চালের সরবরাহ বাড়াতে ও স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে আগামী সোমবার থেকে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু করা হবে। 

এসি/কেবি


কাঁচা মরিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250