রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা *** রোনালদোকে যে লড়াইয়ে চাপে রেখেছেন মেসি *** আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়: এনসিপি *** সরকার একটা বাসস্ট্যান্ড ক্লিয়ার করতে পারে না, এত বড় নির্বাচন কীভাবে ট্যাকেল করবে: জামায়াত *** ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযান ঠেকাতে শিকাগো মেয়রের কঠোর নির্দেশনা *** নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা দৃশ্যমান হয়ে উঠছে: তারেক রহমান *** ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষিকাকে পুনর্বহালে সময় দিল শিক্ষার্থীরা

১৬ ঘণ্টা গাছ জড়িয়ে ধরে নারীর বিশ্বরেকর্ড!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

একটি গাছকে টানা ১৬ ঘণ্টা ৬ সেকেন্ড জড়িয়ে ধরে রেখে বিশ্বরেকর্ড করলেন এক নারী। উগান্ডার বাসিন্দা ফেইথ প্যাট্রিসিয়া আরিওকোট একটি গাছকে আলিঙ্গন করে দীর্ঘতম সময় ধরে বিশ্বরেকর্ড গড়েছেন। কয়েকদিন আগে ঘানার বাসিন্দা আবুবকর তাহিরু ১ হাজার ১১০টি গাছকে জড়িয়ে ধরে বিশ্বরেকর্ড করেন।

৩৯ বছর বয়সী ফেইথ প্যাট্রিসিয়া পেশায় একজন পরিবেশকর্মী। অন্যদের গাছ লাগানোর জন্য উৎসাহিত করতে এবং তাদের রক্ষা করার জন্য মানুষের প্রয়োজনীয়তা তুলে ধরতে এই চ্যালেঞ্জের চেষ্টা করেছিলেন। সেই উদ্যোগ থেকেই এই কাজটি করেন।

আরো পড়ুন : ঘণ্টায় হাজার গাছের সঙ্গে কোলাকুলি করে বিশ্ব রেকর্ড!

এই রেকর্ডের জন্য একটি গাছ খুঁজছিলেন ফেইথ। অনেকটা বিয়েতে কনের পরা পোশাক যেমনভাবে নির্বাচন করা হয় সব খুঁটিনাটি দেখে, তেমন ভাবেই গাছ বাছাইয়ের ক্ষেত্রে নানা খুঁটিনাটি বিষয় দেখে নিয়েছেন তিনি।

এই রেকর্ডটি ‘দীর্ঘতম ম্যারাথন’ রেকর্ডের থেকে কিছুটা আলাদা, যেমন দীর্ঘতম রান্নার ম্যারাথন, যেখানে প্রতিদ্বন্দ্বীরা প্রতি ঘণ্টায় পাঁচ মিনিটের বিশ্রামের সময় পান। সেই রেকর্ডগুলো সাধারণত ২৪ ঘণ্টার বেশি সমপ্য ধরে হয়। কিন্তু ফেইথ কোনো সময় নষ্ট করতে চাননি।

ফেইথ ১৬ ঘণ্টা, পুরোটা সময় গাছটিকে জড়িয়ে ধরে রেখেছিলেন। এসময় গাছের কোনো একটা জায়গায় লেগে তার শরীরে কেটে গিয়েছিল। ব্যথায় কষ্ট পেয়েছেন, তবুও গাছটিকে ছাড়েননি। রেকর্ডটি করার আগে তিনি আরও দুইবার চেষ্টা করেছিলেন। কিন্তু কয়েক ঘণ্টা পরই বিভিন্ন কারণে ছেড়ে দেন। তৃতীয়বারের চেষ্টায় রেকর্ডটি করতে সক্ষম হন ফেইথ প্যাট্রিসিয়া।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ড

এস/ আই.কে.জে/ 

 


নারী গাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন