রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের দোকান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় বিনা লাভের দোকান দিয়েছে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।

মঙ্গলবার (২৯শে অক্টোবর) দুপুর ১২টায় শহরের রাজ্জাক পার্কের সামনে এ দোকান বসানো হয়। দোকানে থাকা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ছিল বাজারের চেয়ে কম। 

সেখানে প্রতি কেজি ডাল একশ, আলু ৫৫ টাকা, পেঁয়াজ একশ, মিষ্টি কুমড়া ৫৭ টাকা, পুঁইশাক ২০ টাকা, পেঁপে ২৬ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা এবং ডিম প্রতিটি ১১ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হয়।

দোকান পরিচালনা করেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি রিফাত, আহসান উল্লাহ্ ও মেজবা। তারা বলেন, বাজারের সিন্ডিকেট ভাঙতে তাদের এই উদ্যোগ।

শহরের সুলতানপুর বড় বাজারে কাঁচামাল বিক্রি হচ্ছে- প্রতি কেজি আলু ৬৫ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, বেগুন ৯০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, লাউ প্রতি পিচ ৬০ টাকা, পেঁয়াজ ভারতীয় ১১০, দেশি ১৪২টাকা, রসুন ২২০টাকা, ডিম প্রতি পিস ১২ টাকা, টমেটো ১৪০ টাকা, চিকন চাউল ৬৪, মোটা চাউল ৫২ টাকা, শুকনা মরিচ ৩৮০ টাকা, কাঁচা কলা ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা প্রতি কেজি।

ওআ/কেবি

দোকান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন