ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ৩০তম ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’র উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৯শে মে) ওই সম্মেলনে ‘উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ’ শীর্ষক অধিবেশনে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে অধিক টেকসই ও ন্যায়সংগত ভবিষ্যৎ গঠনের জন্য এশিয়ার দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেবেন।
এদিকে আজ সম্মেলন শুরু হওয়ার আগে সকালে নিক্কেই ইনকরপোরেটেডের শীর্ষ নির্বাহীরা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ ছাড়া আজ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে প্রধান উপদেষ্টা টোকিওতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি মানবসম্পদ উন্নয়ন সেমিনারে অংশ নেবেন।
ড. ইউনূস এ অনুষ্ঠানে তার বিশেষ ভাষণে জাপানের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনার ওপর আলোকপাত করবেন।
এ ছাড়া নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা জাপানের শীর্ষস্থানীয় গণমাধ্যম—নিক্কেই, এনএইচকে, আসাহি শিম্বুন, আসাহি টিভি ও নিপ্পন টিভিকে সাক্ষাৎকার দেবেন।
এদিকে অধ্যাপক ইউনূস আজ সন্ধ্যায় নিক্কেই ফোরামের সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন বলে জানা গেছে।