ছবি: সংগৃহীত
সাড়ে ৩ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল সোমবার (১৫ই সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন নিয়োগকৃত সিনিয়র স্টাফ নার্সদের পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ তারিখের প্রজ্ঞাপনমূলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন 'সিনিয়র স্টাফ নার্স' পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১/৬০০০-৩৮-৬৪০/- বেতনক্রমে নব-নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সগণকে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নবনিয়োগকৃত এবং পদায়নকৃত সিনিয়র স্টাফ নার্সগণকে আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২৫ তারিখ পূর্বাহ্নে পদায়নকৃত হাসপাতাল/ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে এবং এ ক্ষেত্রে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত যোগদান পত্রের নির্ধারিত নমুনা অনুসরণ করতে হবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন