সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

৮ বছর নল দিয়ে খাবার খেয়েছেন ব্রিটিশ তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ২১শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

২৫ বছরের ব্রিটিশ নাগরিক লিভ রোজের বয়স যখন ৩ তখন থেকেই প্রচন্ড পেটে ব্যথা হতো। বয়স যখন ১৭ তখন জটিলতা বেড়ে যায় আরও। সেদ্ধ মুরগির মাংস এবং সাদামাঠা পাস্তা ছাড়া আর কিছু খেয়েই হজম করতে পারত না সে। বমি করে ফেলত। শারীরিক জটিলতায় ৮ বছর নল দিয়ে খাবার খেয়েছেন তিনি। অবশেষে জানা যায় লিভের পাকস্থলীতে পক্ষাঘাত হয়েছিল তার। 

মেডিকেলের ভাষায় যাকে বলা হয় গ্যাস্ট্রোপ্যারেসিস। ব্রিটেনের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সোসাইটির (জিআই) সমীক্ষা বলছে, বিশ্বে যত মানুষ রয়েছেন, তাদের মধ্যে খুব অল্প সংখ্যকের এই রোগ রয়েছে।

চিকিৎসকরা জানান, গ্যাস্ট্রোপ্যারেসিস হয়েছে লিভের। তার পাকস্থলীর মধ্যে দিয়ে খুব ধীরে ধীরে নড়াচড়া করে খাবার। ক্রমে কার্যকারিতা কমতে থাকে তার নাড়ির। এই রোগের লক্ষ্মণগুলোর মধ্যে রয়েছে বমিভাব, কিছু খেলেই বমি, পেটে ব্যথা, পেটভার লাগা। লিভ জানায়, তার সমস্যাগুলো প্রথম মা-বাবাও বুঝতে পারেননি। তারা ভাবতেন, লিভ অবাধ্যতা করছেন। কথা শুনছেন না। লিভের কথায়, ‘যতক্ষণ তোমার থেকে খাবার কেউ ছিনিয়ে না নেয়, ততক্ষণ বুঝবে না যে, এটা কত জরুরি।’

প্রায়ই চিকিৎসকদের কাছে যেতেন তিনি। তারাও তাকে ফেরত পাঠিয়ে দিতেন। মনস্তত্ত্ববিদের কাছে যেতেও বাধ্য হয়েছিলেন তিনি। কারণ, কেউ বুঝতেই পারতেন না, লিভের সমস্যাটা কোথায়।

আরো পড়ুন: দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হলো ঘুমের প্রতিযোগিতা 

একবার একটি বিশেষ কেন্দ্রে সারা দিন রাখা হয়েছিল লিভকে। দেখা হয়েছিল, কী খান তিনি। কেন খান না। শেষে চিকিৎসকেরা বুঝতে পেরেছিলেন, ইচ্ছা করে এসব করছেন না লিভ। ‘ইটিং ডিসঅর্ডার’নেই তার। অর্থাৎ ওজন কমানোর জন্য ইচ্ছা করে কম খাচ্ছেন, এমন নয়।

২০১৭ সালের মার্চে লিভের অসুখটা ধরা পড়ে। চিকিৎসকেরা কিছু পরীক্ষার মাধ্যমে বুঝতে পারেন তার সমস্যা কোথায়। প্রথমে লিভের পাকস্থলীতে বোটক্স ইঞ্জেকশন দেওয়া হয়। যাতে তার পেশি খাবার ধরে রাখতে পারে, সেগুলো পরবর্তী অংশে চলাচলের জায়গা করে দিতে পারে।

এখন লিভের হৃৎপিণ্ডে তারের মতো হিকম্যান লাইন প্রবেশ করানো হয়েছে। তার মাধ্যমেই প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেওয়া হয় লিভের শরীরে। যদিও তাতে সমস্যা কমেনি। যে নলের (ফিডিং টিউব) মাধ্যমে খাবার যায়, তা নিয়মিত পরিষ্কার রাখতে হয়। নয়তো সেপসিস পর্যন্ত হতে পারে। ওই টিউবের কারণে লিভের কিডনি, লিভারেও চাপ পড়ছে।

গত ৮ বছর ধরে মুখ দিয়ে কিছু খেতে বা পান করতে পারেনি তিনি। সবটাই নলের মাধ্যমে শরীরে যায়। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়েছে তাকে। খাবার দেখেও লোভ সংবরণ করতে হয়েছে।

লিভ জানায়, এখনও প্রিয় খাবারের স্বাদ মুখে লেগে রয়েছে তার। সেই স্মৃতি নিয়েই বেঁচে আছে। তার কথায়, খাবার জীবনের একটা বড় অংশ। যখন পরিবারের সবাই খায়, আমি সেই ঘরে থাকি না। আইসক্রিম খুব মিস করি।

এইচআ/ 


লিভ রোজ গ্যাস্ট্রোপ্যারেসিস

খবরটি শেয়ার করুন