মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় জাদুঘর ঢেলে সাজানো হবে : উপদেষ্টা ফারুকী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাতীয় জাদুঘর ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, জাতীয় জাদুঘরের বেশ কিছু ইতিহাস রাজনীতিকরণ করা হয়েছে। সেগুলো ঠিক করতে হবে। বাংলাদেশ সকলের ইতিহাস। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণে বাংলাদেশ কোথায়? পূর্বপুরুষের এই ভুল, ইতিহাসকে বিকৃত করতে সাহায্য করেছে। মিত্রবাহিনীর সামনে আত্মসমর্পণ ভারত-পাকিস্তান যুদ্ধ বলে চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

আরও পড়ুন: আইএমএফ চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না : জ্বালানি উপদেষ্টা

জুলাই আন্দোলনের স্মৃতি জাদুঘরে স্থান পাবে জানিয়ে ফারুকী বলেন, জাতীয় জাদুঘরের আধুনিকায়ন করে আন্তর্জাতিক মানে রূপান্তর করা হবে। পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। জাদুঘরের সংস্কার কোন প্রক্রিয়াতে হবে, তা কমিটি নির্ধারণ করবে। তবে স্বল্প ও দীর্ঘমেয়াদী কী কী সংস্কার হচ্ছে, তা জনগণকে জানানো যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছে, তা এই সরকার করবে না। জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে তিনি জানান, এমনভাবে এসব স্মৃতি রক্ষা করা হবে, যাতে কেউ ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হতে না পারে।

এসি/কেবি

উপদেষ্টা ফারুকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250