রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নাগরিক সেবা প্রদানে হয়রানি দূর করতে হবে: আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং দুর্নীতিমুক্ত হয়ে নাগরিকদের সেবা প্রদান করতে হবে।

রোববার (৯ই ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন করে স্বপ্ন দেখছেন নগরবাসী। এই স্বপ্নকে সত্যি করে সুন্দর নগর উপহার দিতে এবং সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরি করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। নগরীর জলাবদ্ধতা দূর করতে পানি উন্নয়ন বোর্ডের গৃহীত প্রকল্পের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ইন্টিগ্রেটেড হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় অবৈধ দখলকৃত খাল-নদী এবং ফুটপাত পুনরুদ্ধার করতে হবে। নগরবাসীর জন্য খেলার মাঠ ও পার্ক সংস্কার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বপ্নের নগরী বিনির্মাণ করতে হবে।

বক্তব্য শেষে সাংবাদিকদের ডেঙ্গু ও মশক সম্পর্কিত প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বছর বৃষ্টির মৌসুম দীর্ঘ হওয়ায় ডেঙ্গুর উপদ্রব এখনো দেখা যাচ্ছে। মশক দমন এবং নিধনের জন্য বিশেষজ্ঞ টিম কাজ করছে এবং ভবিষ্যতে এ সমস্যা লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জলাবদ্ধতা দূরীকরণে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সরকারি চাঁদা বৃদ্ধি করা হয়নি এবং এ বিষয়ে লক্ষ্য রাখতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ভিসার আবেদন সহজ করলো বুলগেরিয়া

সভায় অংশগ্রহণের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিচতলায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর ফটো গ্যালারির উদ্বোধন করেন তিনি।

এসি/ আই.কে.জে

আসিফ মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন