শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

চল্লিশেও রোনালদো এমন সুদর্শন, রহস্য ভাঙলেন প্লাস্টিক সার্জন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বয়স বেড়ে চলার সঙ্গে মানুষের চেহারাতেও পরিবর্তন আসে। বয়সের ছাপটা স্পষ্ট হয়ে ওঠে মুখাবয়বে, বদলে যেতে শুরু করে শরীরের চামড়াও। সব মিলিয়ে বয়স যে লুকানো যায় না—জ্ঞানীরা সে কথাও বলেন।

তবে একজন সম্ভবত ব্যতিক্রম। তাকে দেখে বোঝা কষ্ট যে বয়সটা এখন ৪০ বছর। ‘চল্লিশে চালশে’ হওয়া তো দূরের কথা; বরং দেখে এখনো যথেষ্ট তরুণই মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। ফিটনেস নিয়ে পর্তুগালের আল নাসর ফরোয়ার্ড কতটা সচেতন, সে কথা সবাই জানেন।

কিন্তু সেটি তো মাঠের খেলার জন্য, যেখানে রোনালদো এখনো সফল। চেহারার বিষয়টি একটু আলাদা। রোনালদোর সমবয়সী অনেকেই বেশ আগে বুটজোড়া তুলে রেখেছেন। তাদের চেহারাতেও এখন মুটিয়ে যাওয়া ও বুড়িয়ে যাওয়ার ছাপ। কিন্তু রোনালদোকে কেন এখনো দেখতে তরুণ লাগে, সেই রহস্য ভাঙার চেষ্টা করেছেন নিউইয়র্কের খ্যাতিমান প্লাস্টিক সার্জন ডক্টর এলি লেভিন।

পর্তুগিজ কিংবদন্তি রোনালদোর সঙ্গে লেভিন কখনো কাজ করেননি। তবে তার বিশ্বাস, শরীর এবং মুখে তারুণ্যের লাবণ্যতা ধরে রাখতে রোনালদো প্রচুর অর্থ খরচ করে বেশ কিছু অস্ত্রোপচার ও দাঁতের কাজ করিয়েছেন। আর এটাই সম্ভবত দীর্ঘ দুই দশকের বেশি সময়জুড়ে তার মুখাবয়ব পাল্টে যাওয়ার কারণ। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইনকে এ কথা বলেছেন লেভিন।

এনওয়াইসি প্লাস্টিক সার্জারি ও ডার্মাটোলজির এই পরিচালক বলেছেন, ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ওল্ড ট্রাফোর্ডে অভিষেকের সময় রোনালদো দেখতে যেমন ছিলেন, এই দুই দশকের বেশি সময়ে সেটা ধীরে ধীরে পাল্টানোর পথে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ এসেছে তার নাকে।

লেভিন মনে করেন, রোনালদো ‘রাইনোপ্লাস্টি সার্জারি’ করিয়েছেন। এটি ‘নাকের কাজ’ নামেও পরিচিত, যার মাধ্যমে নাকের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এর কার্যকারিতাও বাড়ানো যায়। পদ্ধতিটির মাধ্যমে নাকের অসামঞ্জস্যতাও দূর করা যায়। লেভিনের বিশ্বাস, রোনালদোর নাকের হাড় পুনর্গঠন করা হয়েছে। মেইল অনলাইনকে লেভিন বলেন, ‘এটা রাইনোপ্লাস্টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে শুধু নাকের মাথা নয়, উপরিভাগও ঠিক করা হয়েছে। পুনর্গঠন করা হয়েছে নাকের হাড়ও।’

শুধু নাক নয়, রোনালদো দাঁতের কাজও করিয়েছেন বলে মনে করেন লেভিন। অবশ্য ক্যারিয়ারে শুরুর দিকে এ বিষয়টি লুকাননি রোনালদো। দাঁতকে আরও সাদা ও সমান রাখতে তিনি কাজ করিয়েছেন। লেভিনের ধারণা, ওপরের মাড়িতে জায়গা কমাতে রোনালদো সম্ভবত অস্ত্রোপচার করিয়েছেন। তবে রোনালদোর প্রতিনিধিরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

জে.এস/

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250