সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দরে গ্রেপ্তার মানবপাচারকারী চক্রের প্রধান সোহেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

আন্তঃমহাদেশীয় মানবপাচার চক্রের প্রধান সোহেল সেপাইকে (৪০) গ্রেপ্তার করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১২ই ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর হয়ে ভিয়েতনাম যাবার সময় তাকে গ্রেপ্তার করা হয়। আটকের পর তাকে মাদারীপুর জেলার কালকিনি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) কালকিনি থানা পুলিশ সোহেল সেপাইকে মাদারীপুর জেলা জুডিশিয়াল মেজিস্ট্রেটের আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেন।

বুধবার (১৪ই ফেব্রুয়ারি ) আসামির বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে বলে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাহীন আলম জানিয়েছেন।

সূত্র জানায়, মাদারীপুরের কালকিনি থানাধীন বিভিন্ন গ্রামের ১০ জন লিবিয়া প্রবাসীকে ইতালি নিয়ে ভালো চাকুরি দেওয়ার প্রলোভন দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১৫ই জানুয়ারি সোহেল সেপাই ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। 

আরো পড়ুন: ফুল নিয়ে ওঠা যাবে না মেট্রোরেলে

ভুক্তভোগীদের পরিবারের এক অভিভাবকের দায়ের করা মামলায় সোহেল সেপাইকে প্রধান আসামি করা হয়। সোহেল সেপাই যে ১০ জনকে ইতালি নেওয়ার কথা বলে মাথাপিছু প্রায় সাড়ে ১২ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছেন, তাদের মধ্যে বর্তমানে ৩ জন নিখোঁজ। অন্য ৭ জন পাচার সিন্ডিকেটের হাতে জিম্মি রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা শাহীন আলম জানান, সোহেল দীর্ঘদিন লিবিয়া ও তিউনিসিয়া প্রবাসী। সেই সূত্রে তিনি মানব পাচার সিন্ডিকেটের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়েন বলে স্বীকার করেছেন।

তিনি আরো জানান, সোহেল প্রতি ভিকটিমের কাছ থেকে আদায়কৃত অর্থ ভাগাভাগির বিষয় ও পরবর্তী মিশন ঠিকঠাক করতে ভিয়েতনাম যাচ্ছিলেন। তাকে রিমান্ডে এনে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।

এইচআ/ 

মানবপাচারকারী ইমিগ্রেশন পুলিশ

খবরটি শেয়ার করুন