শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধেও বার্ষিক পরীক্ষা নিয়ে আপত্তি নেই অভিভাবকদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যেও দেশের সব সরকারি স্কুলে রুটিন মেনে নেওয়া হচ্ছে বার্ষিক পরীক্ষা। নিরাপদেই শিক্ষার্থীরা স্কুলে এসে পরীক্ষা দিচ্ছে। সেজন্য পূর্বঘোষিত রুটিন মেনেই বার্ষিক পরীক্ষা ও সামষ্টিক মূল্যায়ন চালিয়ে নেওয়া হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচনী তৎপরতা বাড়ার আগেই পরীক্ষা শেষ করতে চান তারা। দ্রুত পরীক্ষা শেষ করতে তাড়া দিচ্ছেন অভিভাবকরাও। 

চলছে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নও। তবে সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে কিছুটা ভিন্ন চিত্র দেখা গিয়েছিল বেসরকারি স্কুলে। তারা শুক্র ও শনিবার ছুটির দিনে শিক্ষার্থীদের মূল্যায়নের সুযোগ দিয়েছিল। কিন্তু অবরোধ কর্মসূচি থাকলেও বেসরকারি স্কুলে রুটিন মেনেই অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা।

স্কুলের প্রধান শিক্ষক-অধ্যক্ষরা বলছেন, রাজনৈতিক কর্মসূচিতে কিছুটা ‘উত্তাপ’ থাকলেও পথে যাতায়াতের ক্ষেত্রে এখনো তেমন নিরাপত্তার শঙ্কা দেখছেন না তারা। নিরাপত্তা নিয়ে শঙ্কা না কাটলেও অভিভাবকরা দ্রুত পরীক্ষা হয়ে যাওয়ার পক্ষে। ফলে অভিভাবকদের অনেকে বলছেন, অবরোধেও পরীক্ষা নেওয়া নিয়ে তাদের আপত্তি নেই।

নির্বাচনের তৎপরতা বেড়ে যাওয়ার আগেই পরীক্ষা শেষ করাটাই ভালো। তবে পরীক্ষার মৌসুমে বিরোধী রাজনৈতিক দলগুলোর টানা অবরোধ কর্মসূচিতেও ক্ষুব্ধ অভিভাবকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীসহ সারাদেশের সব সরকারি স্কুলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের আগের নিয়মে বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে। 

৯ নভেম্বর পর্যন্ত অনেক স্কুলে ২-৪টি বিষয়ের পরীক্ষা হয়ে গেছে। অবরোধের দিনও অনেক স্কুলে হয়েছে পরীক্ষা। অন্যদিকে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন গত ৯ নভেম্বর শুরু করেছে সরকারি স্কুলগুলো।

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন তালুকদার বলেন, ‘গত ২ নভেম্বর থেকে রুটিন অনুযায়ী আমাদের পরীক্ষা হচ্ছে। বেশ কয়েকটি পরীক্ষা হয়ে গেছে। সোমবার (১৩ নভেম্বর) আমাদের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ইংরেজি, অষ্টম ও নবম শ্রেণির গণিত পরীক্ষা রয়েছে। আমরা ২১ নভেম্বরের মধ্যে সব পরীক্ষা শেষ করতে চাই।’

অবরোধে পরীক্ষায় অনুপস্থিতি বা শিক্ষার্থীদের নিরাপত্তা শঙ্কা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না, এমন কোনো নিরাপত্তা শঙ্কার কথা কেউ আমাদের বলেননি। শিক্ষার্থীরা নিরাপদে পরীক্ষা দিতে আসছে। উল্টো অভিভাবকরা আমাদের দ্রুত পরীক্ষা শেষ করতে তাগাদা দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে আমরা নভেম্বরের মধ্যেই সব পরীক্ষা শেষ করবো। আশা করি সবাই ভালোভাবে পরীক্ষা শেষ করবে।’

আরো পড়ুন: শিক্ষাক্রম নিয়ে আন্দোলনের দাবিগুলো একেবারেই অযৌক্তিক: শিক্ষামন্ত্রী

এসি/ আই. কে. জে/ 


অবরোধ বার্ষিক পরীক্ষা

খবরটি শেয়ার করুন