ছবি: ফেসবুক থেকে নেওয়া
ওয়ানডে ফরম্যাটে সময়টা দুর্দান্ত কাটছে মেহেদী হাসান মিরাজের। ব্যাট এবং বল হাতে প্রায়ই দলকে ম্যাচ জেতানোয় ভূমিকা রাখছেন। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জয়ের একক নায়ক ছিলেন তিনিই। তার জন্য অবশ্য স্বীকৃতিও পেয়েছিলেন উদীয়মান এই তারকা।
২০২২ সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন মিরাজ। বাংলাদেশ থেকে সেই দলে জায়গা পাওয়া একমাত্র ক্রিকেটার তিনি। বেশ দেরিতে হলেও অনন্য সে অর্জনের জন্য সম্মাননা পেলেন মিরাজ। বছরের সেরা দলের খেলোয়াড় হওয়ায় আইসিসির সম্মাননা হিসেবে ক্যাপ পেলেন তারকা এই অলরাউন্ডার।
আরো পড়ুন:আইপিএলের প্লে-অফে কে কার প্রতিপক্ষ
সোমবার (২২ মে) ক্যাপ পাওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন মিরাজ। নিজের অফিশিয়াল ফেসবুকে পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। আইসিসির পাঠানো ক্যাপটির সাথে নিজের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ।
এম/