শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আঞ্চলিক অখণ্ডতাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উন্নয়নের ভিত্তি : কোয়াড পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার (২৩ সেপ্টেম্বর) চীনের বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতে একত্রিত হন। আলোচনায় তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উপকূলরক্ষী ও সামুদ্রিক মিলিশিয়া ব্যবহারের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরেন।

একইসাথে তারা এ অঞ্চলের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনও করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র- কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেন।

এ বৈঠকে অংশ নেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন। 

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রেখে তারা এ অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন। দক্ষিণ ও পূর্ব চীন সাগরে সামুদ্রিক সীমানা নিয়ে বিরোধের বিষয়ে তারা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ মেনে চলার উপর জোর প্রদান করেন।

দক্ষিণ-চীন সাগর ও ইন্দো-প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসী আচরণ আরও স্পষ্ট হয়ে উঠে যখন চীন আগস্টে তথাকথিত স্ট্যান্ডার্ড মানচিত্র প্রকাশ্যে আনে। এ মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং আকসাই চীন অঞ্চলের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। তাছাড়া তাইওয়ান এবং বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কিছু অঞ্চলও মানচিত্রে চীনের অংশ হিসেবে দেখানো হয়।

আরো পড়ুন: জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক সমাধান দিচ্ছে কলম্বিয়ার মেডেলিন শহর

চীনের এহেন আচরণের প্রতিবাদে কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীরা চীনের সমালোচনা করে বলেন তারা প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করে। 

সমগ্র দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের একতরফা দাবির ফলে ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন এবং ব্রুনাই চীনের কঠোর সমালোচনা করে। 

পূর্ব চীন সাগর নিয়েও জাপানের সাথে বিরোধে জড়িয়েছে চীন। তাছাড়া তাইওয়ানের আশেপাশে চীনের মহড়ার কথা বিশ্বের কারো কাছেই এখন অজানা নয়। স্ব-শাসিত এ দ্বীপটিকে চীন যেকোন মূল্যে দখল করতে চায়।

কোয়াড মন্ত্রীরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে জোর দেন।

বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীরা।

এসকে/ এএম/

চীন জাতিসংঘ পররাষ্ট্রমন্ত্রী কোয়াড জোট

খবরটি শেয়ার করুন