ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি : সংগৃহীত
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হয়েছে।
সম্প্রতি ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আয়োজিত হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপনের জন্য এক বিশেষ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ভারতীয়দের পাশাপাশি বেশ কিছু আমেরিকানরাও উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বর্তমানে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছে এবং এ সম্পর্ককে আরো শক্তিশালী করার চেষ্টা করবে ভারত।
নয়াদিল্লিতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্যেও মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করা ভারতের জন্য অত্যন্ত কঠিন ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ভারত অবশেষে এই কঠিন কাজটিও সম্পন্ন করতে পেরেছে।
জয়শঙ্কর বলেন, বিশ্বের অনেক দেশের সাথেই ভারত বাণিজ্যিক কিংবা রাজনৈতিকভাবে যুক্ত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার আত্মার সম্পর্ক, যা আর কোন দেশের সাথেই স্থাপিত হয়নি।
দুইদেশের মধ্যকার এ সম্পর্কের জন্য প্রবাসীদের অবদানেরও প্রশংসা করেন তিনি।
এসকে/ এএম/
খবরটি শেয়ার করুন