শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আবারো ঢাকা-তাসখন্দ রুটে উজবেকিস্তান এয়ারলাইন্স চালুর প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা-তাসখন্দ রুটে উজবেকিস্তান এয়ারলাইন্স পুনরায় চালুর বিষয়ে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী বাখরমজন জুরাবয়েভিচ অ্যালয়েভের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছে বাংলাদেশ।

বুধবার (২০শে ডিসেম্বর) উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বৈঠককালে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এ প্রত্যাশা ব্যক্ত করেন। 

রাষ্ট্রদূত ড. ইসলাম দু’দেশের দ্বি-পাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা ও অগ্রগতি সম্মন্ধে উপ-পররাষ্ট্রমন্ত্রীকে সম্যক ধারণা দেন। তিনি ঢাকা-তাসখন্দ বন্ধুত্বকে আরো কার্যকরী ও অর্থবহ করার লক্ষ্যে প্রস্তাবিত ‘রোড ম্যাপ’ চূড়ান্তকরণসহ যেসব বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে তার প্রতি আলোকপাত করেন।

সম্প্রতি বাংলাদেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের উজবেকিস্তানে সফর বর্ণনা করে বস্ত্র, ওষুধ, কৃষি, পাট ও পর্যটন খাতে দু’দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে অপরিসীম সুযোগ রয়েছে বলে রাষ্ট্রদূত মন্তব্য করেন।

আরো পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে ইসির বৈঠক শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি ও উন্নয়নের চিত্র তুলে ধরে উজবেকিস্তানের ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করণে উদ্ধুদ্ধ করতে রাষ্ট্রদূত উপ-পররাষ্ট্রমন্ত্রীর সহায়তা কামনা করেন।  

উজবেকিস্তান এয়্যারওয়েজের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি এক বৈঠকের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত উল্লেখ করেন, সরাসরি ফ্লাইট চালু দু’দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে, যা যোগাযোগ ব্যবস্থাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি ও পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি ঢাকা-তাসখন্দ রুটে উজবেকিস্তান এয়ারলাইন্স পুনরায় চালুর বিষয়ে উপ-পররাষ্ট্র মন্ত্রীর সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।

উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম, বিশেষ করে আগামী ২০২৫ সালে সামারকান্দকে ইউনেস্কো জেনারেল কনফারেন্সের ভেন্যু নির্বাচন করতে বাংলাদেশ সমর্থন করায় সরকারের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্কের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করে তিনি দু’দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতাকে আরো মজবুত করার ওপর তাগিদ দেন। আগামী দিনগুলোতে দ্বি-পাক্ষিক সম্পর্কে দৃশ্যমান অগ্রগতি ও ফলাফলের জন্য তিনি দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এইচআ/ আই. কে. জে/  


বৈঠক এয়ারলাইন্স ঢাকা-তাসখন্দ

খবরটি শেয়ার করুন